Vani Jayaram: বন্ধ ঘরে সদ্য পদ্মভূষণ সম্মানিত গায়িকার মৃতদেহ উদ্ধার

বিনোদন জগতের এক দুঃসংবাদ এসেছে। প্রবীণ গায়ক বাণী জয়রাম (Vani Jayaram), তিনি এই বছর পদ্মভূষণে ভূষিত হয়েছেন, তিনি মারা গেছেন।

Vani Jayaram

বিনোদন জগতের এক দুঃসংবাদ এসেছে। প্রবীণ গায়ক বাণী জয়রাম (Vani Jayaram), তিনি এই বছর পদ্মভূষণে ভূষিত হয়েছেন, তিনি মারা গেছেন। ৭৭ বছর বয়সী এই গায়িকাকে চেন্নাইয়ে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে।

বাণী জয়রামের বাড়িতেও পুলিশ পৌঁছেছে তার মৃত্যুর তদন্ত করতে। একই সঙ্গে বাণী জয়রামের বাড়িতে কাজ করা মালারকোডির বক্তব্যও সামনে এসেছে। মালারকোদি বললেন, ‘আমি পাঁচবার বেল বাজিয়েছি, কিন্তু তারা দরজা খোলেনি। এমনকি আমার স্বামী তাকে ফোন করলেও তিনি ফোন ধরেননি। এই বাড়িতে সে একাই থাকত।

প্রসঙ্গত, বাণী জয়রাম হিন্দি, তামিল তেলেগু, মালায়ালাম, মারাঠা, বাংলা সহ অনেক ভাষায় ১০ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। বলিউডের ‘গুড্ডি’ (১৯৭১) ছবিতে ‘বোলে রে পাপিহা রে’ গানটি গেয়েছিলেন তিনি। বাণী জয়রাম তিনবার শ্রেষ্ঠ প্লেব্যাক গায়কের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও তিনি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র, গুজরাট এবং ওড়িশা থেকে রাজ্য পুরস্কার পেয়েছেন।