বেপরোয়া গতিতে চালিয়ে বাইকারোহীকে ধাক্কা সম্রাট মুখোপাধ্যায়ের গাড়ির, গ্রেফতার অভিনেতা

একটি মোটর সাইকেলের সঙ্গে গাড়ির সংঘর্ষের ঘটনায় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে (Samrat Mukherjee) গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বেহালার রাস্তায়। দুর্ঘটনাটি তারকাদের মধ্যে…

একটি মোটর সাইকেলের সঙ্গে গাড়ির সংঘর্ষের ঘটনায় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে (Samrat Mukherjee) গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বেহালার রাস্তায়। দুর্ঘটনাটি তারকাদের মধ্যে সড়ক নিরাপত্তা এবং দায়িত্বশীল ড্রাইভিং সম্পর্কে সচেতনতা সংক্রান্ত প্রশ্ন তুলছে। জানা গিয়েছে যে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা।

বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। বেশির ভাগ সময়তেই খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। একটা প্রতিবেদন সূত্রে খবর, যে কলকাতার ব্যস্ত জায়গা বেহালাতে ঘটে ওই দুর্ঘটনা। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা ধাক্কা মারেন অভিনেতা । এরপরেই এক বাইক আরোহীকে ধাক্কাও দেয় তাঁর গাড়ি। জানা গিয়েছে যে ওই ২৯ বছরের বাইকারোহী সেখানকার বিদ্যাসাগর কলোনির বাসিন্দা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি।

   

ওই বাইকারোহীকে প্রাথমিক চিকিৎসার জন্য এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাঁর কপালে, ও গালে আঘাতের তীব্রতার কারণে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মোটরসাইকেল চালক বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বর্ণনা করে বলেছেন যে তিনি প্রায় সাড়ে বারোটার দিকে বাড়ি ফিরছিলেন যখন তিনি একটি গাড়িকে রাস্তার ভুল দিক থেকে তীব্র গতিতে আসতে দেখেন। তিনি জানিয়েছেন কে যেভাবে গাড়িটি আসছিল তাতে সংঘর্ষ অনিবার্য ছিল, এবং গাড়ির আঘাতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে বেহালা চৌরাস্তা থেকে টালিগঞ্জের দিকে যাওয়ার সময় সম্রাট মুখোপাধ্যায় তাঁর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।

সম্রাট মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে ধারাবাহিকে অভিনয় করেন। তাঁর স্ত্রী ময়না মুখোপাধ্যায়ও পেশায় একজন অভিনেত্রী। এছাড়া সম্রাট নিজে একটি নৃত্য ও অভিনয়ের প্রশিক্ষণ কেন্দ্র চান । জানা গিয়েছে যে এই কেন্দ্র থেকে অনেকেই অভিনয় ও সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন। বিভিন্ন সময় অভিনয়ের ওয়ার্কশপ ও আয়োজন করে থাকেন সম্রাট। বর্তমানে ‘আকাশ কুসুম’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে।

সোমবার রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটান অভিনেতা। ঘটনাস্থল বেহালার রাজা রামমোহন রায় রোডের কাছাকাছি। ঘটনায় ক্ষতিগ্ৰীস হয়েছে তাঁর লাল রঙের গাড়িটি। একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মেরেই দুমড়ে মুচড়ে গেছে সেটি। সেই রাস্তার সিসিটিভি ফুটেজ দেখেই অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা। একটি রিয়ালিটি শোতে এসে তিনি জানিয়েছিলেন যে তাঁর অভিনয় জীবনের শুরুর দিকে টাকা রোজগারকে প্রাধান্য দিতে তাঁর স্ত্রী ময়নাকে তিন বার গর্ভপাত করাতে বাধ্য হয়েছিলেন তিনি। তাঁর এই মন্ত্যবের তীব্র সমালোচনা করেছিলেন রিয়ালিটি শাওয়ার সঞ্চালক অভিনেতা জিৎ। “পয়সায় জীবনে সব কিছু হয়, আমি মানি না”, সাফ বলেছিলেন জিৎ। এর থেকেই শুরু হয়েছিল বিতর্ক।