ওয়াচম্যান পদে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে DM অফিসে, রইল আবেদন পদ্ধতি

DM

মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সুখবর। কারণ ঝাড়খন্ড রাজ্যের জেলা শাসক মন্ত্রণালয়ের DM অফিসের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ওয়াচম্যান পদে কর্মী নিয়োগ (Job Vacancy)  করা হবে। তাই আগ্রহী প্রার্থীরা এখনই আবেদন করতে পারেনা। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে গত ১২ জুলাই ২০২৪ তারিখে এবং শেষ হবে আগামী ২৫ জুলাই ২০২৪ তারিখে।

Advertisements

পদের নাম: –
ওয়াচম্যান

   

পদের সংখ্যা: –
১০০৬ টি।

যোগ্যতা:-
মাধ্যমিক উত্তীর্ণ হলেই এখানে আবেদন করা যাবে সঙ্গে স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা:-
আবেদন করতে প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

Advertisements

আবেদন পদ্ধতি:-
আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে। তারজন্য প্রথমেই DM অফিসের ওয়েবসাইটে গিয়ে ফর্মটি A4 সাইজের পৃষ্টায় প্রিন্ট করে নির্ভুল ভাবে সেটি ফিলআপ করতে হবে। সঙ্গে নিজের সমস্ত ডকুমেন্টস এর জেরক্স জুড়ে একটি খামে ভোরে তার মুখ বন্ধ করে সঠিক ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

এবার স্কুল পাঠ্যে মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডনের ইতিহাস

বেতন:-
১২ হাজার টাকার বেশি।

নির্বাচন প্রক্রিয়া:-
ওয়াচম্যান পদে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট ও মেডিকেল টেস্টের মাধ্যমে।