ইতিহাসে আগেই জায়গা পেয়েছে কলকাতার তিন প্রধান ফুটবল ক্লাব। এবার মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান ক্লাবের ইতিহাস ঠাঁই পেল বাংলার স্কুল পাঠ্যে।
ভারতের ফুটবলের ইতিহাসে তিন প্রধানের অবদান অনস্বীকার্য। মোহনবাগান ক্লাবকে ঘিরে রয়েছে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত নানা ঘটনা। এবার ছাত্রছাত্রীদের পাঠ্যবইয়েও রয়েছে তিন প্রধানের ইতিহাস। এই তিন ক্লাবের কী অবদান? তা নিয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে পাঠ্য বইয়ে। এছাড়াও মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানে বিভিন্ন সময়ে খেলে যাওয়া উল্লেখযোগ্য ফুটবলারদেরও নাম পাঠ্যবইয়ে স্থান পেয়েছে।
অ্যান্টি ব়্যাগিং কমিটি ও অ্যান্টি ব়্যাগিং স্কোয়াডের সদস্য কমালো যাদবপুর বিশ্ববিদ্যালয়
চলতি শিক্ষাবর্ষ থেকেই পড়ুয়ারা স্কুলে পড়বে ময়দানের তিন প্রধানের ইতিহাস। একাদশ শ্রেণিতেই এই তিন ক্লাবের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, স্বাধীনতার আগে এবং পরে এই তিন ক্লাবের অবদান সম্পর্কে ছাত্রছাত্রীদের জানার প্রয়োজন রয়েছে। এই কারণেই সংসদ এই তিন ক্লাবের ইতিহাস পাঠ্যবইয়ে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে। শতবর্ষ প্রাচীন মোহনবাগানের আইএফএ শিল্ড জয় সহ বিভিন্ন সময় এই তিন ক্লাবের গুরুত্বপূর্ণ ট্রফি জয় এবং ইতিহাস তুলে ধরা হয়েছে পাঠ্যবইয়ে। ১৯১১ সালে মোহনবাগান ক্লাবের আইএফএ শিল্ড জয়ের সঙ্গে যুক্ত ফুটবলারদের নাম ছবি সহ বিস্তারিত উল্লেখ রয়েছে পাঠ্যতে।
প্রকাশ পেল উচ্চমাধ্যমিক সেমিস্টারের রুটিন, পরীক্ষা কবে জেনে নিন