উচ্চমাধ্যমিক পাশ করলেই Bandhan Bank-এ চাকরির সুবর্ণ সুযোগ

নতুন বছরের আজকের চাকরির খবর উচ্চমাধ্যমিক পাশ হলেই চাকরি, বন্ধন ব্যাংকে (Bank Recruitment in West Bengal 2024) Bandhan Bank Recruitment 2024: ব্যাঙ্কে চাকরি পাওয়ার স্বপ্ন…

Bandhan Bank Recruitment

নতুন বছরের আজকের চাকরির খবর উচ্চমাধ্যমিক পাশ হলেই চাকরি, বন্ধন ব্যাংকে (Bank Recruitment in West Bengal 2024)

Bandhan Bank Recruitment 2024: ব্যাঙ্কে চাকরি পাওয়ার স্বপ্ন কে না দেখে! তবে এজন্যে প্রয়োজন প্রস্তুতি। তবে প্রতিযোগিতার বাজারে চাকরি বললেই তো পাওয়া সম্ভব নয়! তবে এক্ষেত্রে বড় সুযোগ এনে দিয়েছে বন্ধন ব্যাঙ্ক ( Bandhan Bank)। বেশ কয়েকটি শাখার জন্যে ব্যাঙ্কের তরফে কর্মী নিয়োগ করা হবে বলে খবর। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ভিত্তিক বন্ধন ব্যাংকে নিয়োগ করা হবে।

   

পদের নাম:
1. Bank Office Executive
2. Executive Assistant
3. Data Entry Operator
4. Loan Department
5. Back End Operations6. KYC verification
7. Branch Officers
8. Office Assistant
9. Relationship manager

Advertisements

মাসিক বেতন: এখানে যারা যারা চাকরি করবেন তাদের প্রতি মাসে 15,500/- টাকা থেকে 26,700 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কাঠামো করা রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: রাজ্যের বন্ধন ব্যাংকের এই নিয়োগ (Bandhan Bank Recruitment 2024) এ আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আরো উচ্চ লেভেলের পদের জন্য আবেদন জানাতে পারবেন।
বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই তারা এখানে আবেদনের যোগ্য।

নির্বাচন প্রক্রিয়া: এখানে দুই ভাবে আবেদন করা যাবে অনলাইনে বা অফলাইনে। অনলাইনে আবেদন করার জন্য NCS এর অফিসের ওয়েবসাইটটি গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে । এরপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনলাইনে আবেদন করতে হবে।
যে সকল প্রার্থী ও অফলাইনের মাধ্যমে আবেদন করবেন তাদের ফোন নম্বর ও ইমেইল এড্রেস এর মাধ্যমে যোগাযোগ করতে হবে। মোবাইল নম্বর গুলো দেখুন – 7890889909
Email id- [email protected]. সরাসরি যোগাযোগ করাটাই আবেদন করার জন্য উত্তম হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট:

1.মাধ্যমিকের এডমিট কার্ড।
2.শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।
3.কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
4.পাসপোর্ট সাইজের ফটোকপি।
5.চাকরি প্রার্থী নিজস্ব সিগনেচার।
6.আধার কার্ড অথবা ভোটার কার্ড।

ইন্টারভিউর কিছু জরুরি বার্তা :
ইন্টারভিউর সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ইন্টারভিউর ড্রেস কোড হবে ভারতীয় ফর্মাল পোশাক (জিন্স পড়ে ভিতরে ঢুকতে দেওয়া হবে না)।

Email id- [email protected]
Contact No. 7890889909

 এখানে ক্লিক করেও আবেদন করতে পারেন