দীপাবলিতে গ্রাহকদের খুশি করতে বিশেষ ঘোষণা Ola-র, ইলেকট্রিক স্কুটার ছুটবে AI প্রযুক্তিতে

দীপাবলিতে গ্রাহকদের বিশেষ উপহার দিতে চলেছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। বৈদ্যুতিক স্কুটারে দেওয়া হবে সফটওয়্যার আপডেট। নয়া ভার্সনের নাম রাখা হয়েছে MoveOS 5। সম্প্রতি ১৫…

Ola-Electric

দীপাবলিতে গ্রাহকদের বিশেষ উপহার দিতে চলেছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। বৈদ্যুতিক স্কুটারে দেওয়া হবে সফটওয়্যার আপডেট। নয়া ভার্সনের নাম রাখা হয়েছে MoveOS 5। সম্প্রতি ১৫ অগস্ট প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চের ইভেন্ট থেকে সংস্থা বেশ কিছু নতুন ঘোষণা করেছে। যার মধ্যে অন্যতম MoveOS 5। কোম্পানি জানিয়েছে, এবছর দীপাবলিতে এই নতুন ভার্সনের সফটওয়্যারের বেটা প্রোগ্রাম ছাড়া হবে। ফলে একগুচ্ছ নতুন বৈশিষ্ট্য যোগ হবে ই-স্কুটারে। জানিয়ে রাখি, ওলা’র প্রথম ইলেকট্রিক মোটরসাইকেলও এই অপারেটিং সিস্টেম সহ বাজারে আসছে। 

Ola MoveOS 5 : ফিচার্স

   

এখনও MoveOS 5-এর বিস্তারিত তালিকা প্রকাশিত হয়নি। তবে কিছু ফিচার সম্পর্কে জানিয়েছে সংস্থা। যেগুলি হল গ্রুপ নেভিগেশন, লাইভ লোকেশন শেয়ারিং এবং রোড ট্রিপ মোড। এছাড়া থাকছে স্মার্ট চার্জিং, স্মার্ট পার্ক, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ টিপিএমএস অ্যালার্ট এবং Krutrim AI চালিত প্রেডিক্টিভ ইনসাইট। 

Ola Gen3 প্ল্যাটফর্ম

উক্ত ইভেন্টে ওলা ইলেকট্রিক তাদের নতুন প্রজন্মের প্ল্যাটফর্ম জেন৩-এর (Gen3) কথাও ঘোষণা করেছে। ভবিষ্যতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করেই ই-স্কুটার আনবে সংস্থা। এই প্রসঙ্গে ওলা জানিয়েছে, নতুন প্ল্যাটফর্মটি পারফরম্যান্সের পাশাপাশি কার্যকারীতা বৃদ্ধিতে সহায়তা করবে। আবার দাম কমানোর ক্ষেত্রেও দিশা দেখাবে এটি।

Yamaha R15 ‘মনপসন্দ’ রঙে বেছে নেওয়ার সুযোগ, পেল বিরাট আপডেট

Bharat 4680 cell

ওই ইভেন্টে ওলা তাদের টু হিলারে নিজের তৈরি ইলেকট্রিক সেল ব্যবহারের কথাও জানায়। এ কাজে সংস্থা ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক থেকে হাত লাগাবে বলে প্রস্তুতি নিচ্ছে। সেলের নামকরণ করা হয়েছে Bharat 4680। বর্তমানে ওলা গিগাফ্যাক্টরিতে এই সেলের ট্রায়াল চালানো হচ্ছে। বিশেষত্ব বলতে, এই সেল দীর্ঘায়ু পাবে। আবার মাত্র ১৩ মিনিটের চার্জে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে বলে দাবি ওলার।