Yamaha R15 ‘মনপসন্দ’ রঙে বেছে নেওয়ার সুযোগ, পেল বিরাট আপডেট

নির্দিষ্ট সময় অন্তর মোটরসাইকেলে আপডেট দেওয়ার ক্ষেত্রে সদা তৎপর ইয়ামাহা (Yamaha)। তাও যদি হয় R15 সিরিজ, তবে তো আর কথাই নেই। অনুরাগীদের মাতিয়ে রাখতে আপডেট…

yamaha-r15

নির্দিষ্ট সময় অন্তর মোটরসাইকেলে আপডেট দেওয়ার ক্ষেত্রে সদা তৎপর ইয়ামাহা (Yamaha)। তাও যদি হয় R15 সিরিজ, তবে তো আর কথাই নেই। অনুরাগীদের মাতিয়ে রাখতে আপডেট দেওয়ার সামান্য সুযোগটুকুও হাতছাড়া করতে নারাজ কোম্পানি। এবারে Yamaha R15 ও Yamaha R15M নতুন কালার অপশনে লঞ্চ হল। মজার বিষয়, ইন্দোনেশিয়ার বাজারে এন্ট্রি-লেভেল স্পোর্টবাইক জোড়া আনা হলেও ভারতেও মডেল দুটি আপডেট পেতে পারে বলে জল্পনা দানা বেঁধেছে। 

Yamaha R15 ও R15M কালার আপডেট পেল

   

Yamaha R15 ও R15M এদেশে অনেদিন ধরেই বিক্রি হয়ে আসছে। এবারে নতুন রঙে হাজির হলে বেচাকেনায় জোয়ার আসবে বলেই আশা করা হচ্ছে। R15-এর নতুন কালার অপশনগুলি হল টেক ব্ল্যাক, আইকন ব্লু এবং অ্যাগ্রেসিভ গ্রে। আবার R15M পেয়েছে নতুন আইকন পারফরম্যান্স শেড। জানিয়ে রাখি, কালারে নতুনত্ব যোগ হাওয়া ছাড়া এদের কারিগরিতে কোনরকম পরিবর্তন ঘটানো হয়নি। 

আগের মতই Yamaha R15 ও R15M একটি ১৫৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনে ছুটবে। এটি থেকে উৎপন্ন হবে সর্বোচ্চ ১৮ বিএইচপি শক্তি এবং ১৪ এনএম টর্ক। মোটরের সঙ্গে সংযুক্ত ৬-গতির গিয়ারবক্স, স্লিপার ক্লাচ, ট্রাকশন কন্ট্রোল এবং একটি কুইকশিফটার। 

Electric cars 2024: পেট্রোল ছাড়াই চলবে, এবছরই আসছে এই 3 দুর্ধর্ষ গাড়ি

ভারতে Yamaha R15-এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে KTM RC 200, Bajaj Pulsar RS 200 ও Suzuki Gixxer SF 250। এদেশে এর দাম ১.৮৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। বাইকটিতে উপস্থিত একটি ১৪ লিটার ফুয়েল ট্যাঙ্ক এবং ওজন ১৪১ কেজি।