Enrique Esqueda: সমর্থকদের আবেদনে ইস্টবেঙ্গলে ফিরছেন মেক্সিকান তারকা

প্রিয় ইস্টবেঙ্গলের (East Bengal) এই অবস্থা দেখে থাকতে পারছেন না এনরিকে এসকুয়েদা (Enrique Esqueda)। দলের বিপর্যয়ের সময়ে তাঁকে কামব্যাক করাতে মরিয়া ইস্টবেঙ্গলের সমর্থকরা।

Enrique Esqueda

প্রিয় ইস্টবেঙ্গলের (East Bengal) এই অবস্থা দেখে থাকতে পারছেন না এনরিকে এসকুয়েদা (Enrique Esqueda)। দলের বিপর্যয়ের সময়ে তাঁকে কামব্যাক করাতে মরিয়া ইস্টবেঙ্গলের সমর্থকরা। এর অন্যতম প্রধান কারণ হল ইস্টবেঙ্গল ছাড়ার পর থেকে কোনও ক্লাবে খেলছেন না মেক্সিকান তারকা। সমর্থকদের আহ্বানে সাড়া দিয়ে ইস্টেবঙ্গলে ফেরার জন্য আবেদন করলেন তিনি? এমনটাই শোনা যাচ্ছে।

আরও পড়ুন: টাকার অভাবে সুযোগ থাকলেও ভালো ফুটবলার নিতে পারেনি ইস্টবেঙ্গল

২০১৮-১৯ সালে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। সেবার আইলিগে রানার্স হয়েছিল লাল-হলুদ শিবির। নজর কেড়েছিলেন মেক্সিকান তারকা এনরিকে এসকুয়েদা। কিন্তু গত দুই বছরে দলের পারফরম্যান্স নিয়ে মোটেই সন্তুষ্ট নন দলের সমর্থকরা। এরই মধ্যে বারবার কোচ বদল হয়েছে।

আরও পড়ুন: Stephen Constantine: বারবার কোচ পরিবর্তন নিয়ে ‘বিস্ফোরক’ ইস্টবেঙ্গলের হেডস্যার

সম্প্রতি ডার্বি হারের পর ইস্টবেঙ্গল নিয়ে আত্মসমালোচনা শুরু করেছেন সমর্থকরা। ঘরে বাইরে কোচ স্টিফেন কনস্টান্টাটাইনকে সরানোর জন্য আবেদন উঠছে বারবার। এরপরেই স্যোশাল মিডিয়ায় এনরিকেকে ফেরানোর জন্য আবেদন জানাতেই ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি। তবে ক্লাব কর্তারা কী সিদ্ধান্ত নেবেন? সেদিকে তাকিয়ে সকলেই।

Advertisements

আরও পড়ুন: East Bengal: ‘ব্যর্থ’ কোচ স্টিফেনকে সরানোর প্রক্রিয়া শুরু ইস্টবেঙ্গলের

একইসঙ্গে সুপার কাপের আগেই দলের বদল নিয়ে জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, দীর্ঘদিন ইস্টবেঙ্গলের র্যা ডারে থাকা বাঙালি উইঙ্গার ঋত্বিক দাসকে নিয়ে আলোচনা হচ্ছিল। সম্ভাবনা ছিল, চলতি মরশুমের শেষে জামসেদপুর ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দেবেন ঋত্বিক। কিন্তু তা আর হল না। জামশেদপুরের সঙ্গেই আগামী তিন বছরের চুক্তি করছেন তিনি।