East Bengal: আগামীকালের সাংবাদিক বৈঠকে থাকবেন না কুয়াদ্রাত, দায়িত্বে বিনো জর্জ

৩ এপ্রিল ইন্ডিয়ান সুপার লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। প্রতিপক্ষ দল হিসেবে রয়েছে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স। এই ম্যাচ জিততে…

Carles Cuadrat

৩ এপ্রিল ইন্ডিয়ান সুপার লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। প্রতিপক্ষ দল হিসেবে রয়েছে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স। এই ম্যাচ জিততে পারলে এবারের এই ফুটবল টুর্নামেন্টের প্লে-অফের লড়াইয়ে টিকে থাকবে মশাল ব্রিগেড। সেজন্য, নিজেদের সমস্ত শক্তি ব্যবহার করে জয় তুলতে চাইছে কলকাতা ময়দানের এই প্রধান দল। সেইমতো আজ কেরালার উদ্দেশ্যে রওনা ও দিয়েছে মহেশরা। উল্লেখ্য, গত মাসের শেষের দিকে খালিদ জামিলের জামশেদপুর এফসির সঙ্গে ড্র করেছে কেরালা। তাই কিছুটা হলেও চাপে রয়েছে দক্ষিণের এই ফুটবল দল।

তাই ইস্টবেঙ্গলের বিপক্ষে জয় ছিনিয়ে নেওয়াই অন্যতম লক্ষ্য থাকবে তাদের কাছে। অপরদিকে, কেরালা ব্লাস্টার্স দলকে চাপে রেখে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার লক্ষ্য থাকবে কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের। তবে দলের অন্যতম দাপুটের উইঙ্গার নন্দকুমার শেখরের অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলতে পারে দলের পারফরম্যান্সের ক্ষেত্রে।

তবে সেই সব গুরুত্ব না দিয়েই লড়াই করার লক্ষ্য সৌভিকদের। এসবের মাঝেই এবার উঠে এলো নয়া তথ্য। জানা গিয়েছে, আগামীকালের প্রি-ম্যাচের প্রেস কনফারেন্সে উপস্থিত থাকবেন না লাল-হলুদের হেড কোচ। তার বদলে সাংবাদিক বৈঠকে থাকবেন ইস্টবেঙ্গলের জুনিয়র দলের কোচ বিনো জর্জ।

পাশাপাশি ইস্টবেঙ্গলের তরফ থেকে উপস্থিত থাকতে পারেন জুনিয়র ফুটবলার আমন সিকে। যা নিয়ে কিছুটা হলেও অবাক হচ্ছেন দলের সমর্থকরা। তবে কেরালার বিপক্ষে জয় পেলে যথেষ্ট অক্সিজেন পাবে লাল-হলুদ ব্রিগেড।