টাকার অভাবে সুযোগ থাকলেও ভালো ফুটবলার নিতে পারেনি ইস্টবেঙ্গল

সুপার কাপের আগে একাধিক খেলোয়াড়কে নেওয়ার চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)৷ তার উপায়ও ছিল। বিষয়টি নিয়ে ক্লাবের পক্ষ থেকে কথাবার্তা হয়েছিল কয়েকজনের সঙ্গে।

East Bengal football team celebrating a goal

সুপার কাপের আগে একাধিক খেলোয়াড়কে নেওয়ার চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)৷ তার উপায়ও ছিল। বিষয়টি নিয়ে ক্লাবের পক্ষ থেকে কথাবার্তা হয়েছিল কয়েকজনের সঙ্গে। কিন্তু সেই উদ্যোগে ভাঁটা পড়ে৷ ফলে আর ভালো কোন ফুটবলার নিতে পারেনি লাল-হলুদ ক্লাব কর্তারা৷

মরসুমের শুরুতেই ইনভেস্টর ইস্যুতে রীতিমতো ডামাডোলের মধ্যে পড়ে গিয়েছিল ইস্টবেঙ্গল৷ ইনভেস্টর সমস্যা যখন মিটল, তখন দলবদলের প্রায় শেষ সময় ছিল৷ অনেক ভালো ফুটবলার কথাবার্তা পাকা করে রেখেছিল৷ কিন্তু ইনভেস্টর সমস্যার সমাধান না-হওয়ায় অপেক্ষায় থাকা ফুটবলাররা কার্যত বাধ্য হয়েই অন্য ক্লাবে সই করেন৷

এদিকে গ্রীষ্ষকালীন দলব দলকালে ইনভেষ্টর সমস্যা মেটে একদম শেষ মূহুর্তে৷ ফলে তাড়াহুড়ো করে হাতের কাছে যাদের পেয়েছে তাদেরই সই করিয়েছিল ইস্টবেঙ্গল৷ ফলে যা হবার তাই হয়েছে, কোন রকমে তৈরি করার জন্য খুব ভালো একটা পারফর্মেন্স দেখাতে পারেনি টিম স্টিফেন স্টিফেন কনস্টান্টাটাইন৷

তবে এখন শোনা যাচ্ছে, সুপার কাপের আগে একাধিক খেলোয়াড়কে নেওয়ার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল৷ বেশ ভালো কয়েকজনের সঙ্গে কথাও হয়েছিল৷ মনে করা হচ্ছে, ওরা এলে দলের পারফরম্যান্স বদলে দিতে পারত। কিন্তু ওদের আনার মতো অর্থ ক্লাবের কাছে নেই। আর সেই কারণে সুপার কাপেও এই একই দল নিয়ে নামতে হবে লাল-হলুদ শিবিরকে৷