Nisith Pramanik: নিশীথের ওপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) ওপর হামলার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ তুলেছে বিজেপি৷

attack on Union Minister Nisith Pramanik

কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) ওপর হামলার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ তুলেছে বিজেপি৷ এবার কড়া বিবৃতি এল রাজভবনের তরফেও। রাজভবনের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা হয়েছে। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হলে রাজভবন চুপ করে বসে থাকবে না। তবে কী রাজভবনের সঙ্গে রাজ্যের সুসম্পর্কের ইতি ঘটতে চলেছে?

রাজভবনের তরফে যে কড়া বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, কোনও রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। পুলিশ ও প্রশাসনকে ভয়মুক্ত ভাবে কাজ করতে হবে। সভ্যতা-সংস্কৃতির পীঠস্থানে এই ঘটনা বিস্ময়কর। প্রতিবাদ গণতন্ত্রের অংশ। কিন্তু সভ্য সমাজে হিংসার স্থান নেই। নির্মম ভাবে হিংসাকে উপড়ে ফেলতে হবে। সমাজবিরোধী আইন হাতে নেওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষায় শিথিলতা বরদাস্ত নয়। বজ্রমুষ্ঠিতে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক।

গতকাল দিনহাটায় বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গুলি ও পাথর ছোঁড়ার অভিযোগ তুলেছে তৃণমূল৷ সেই ঘটনায় দুই পক্ষের হাতাহাতিতে একাধিকজন আহত হয়েছেন বলে জানা গেছে৷ এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশকে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়৷ যদিও পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল বলেই অভিযোগ তুলেছে বিজেপি। গোটা ঘটনায় রাজ্যের কাছে বিবৃতি তলব করেছে রাজ্যপাল।

অন্যদিকে, এই ঘটনায় রবিবার ইমেইল মারফত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরে চিঠি পাঠিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সেখানে রাজ্যের আইনশৃঙ্খলার পাশাপাশি ৩৫৬ ধারা লাগু করার পক্ষে সওয়াল করেছেন তিনি। রবিবার সাংবাদিকদের শুভেন্দু জানিয়েছেন, দিনহাটা পুলিশ স্টেশনের ক্ষমতা নিয়ে নিন ৩৫৫ ধারা প্রয়োগ করে। এমনটাই অমিত শাহকে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী পাঠান। কারণ শনিবার সন্ধ্যা থেকে ওখানে অনেক বাড়ি পুড়িয়েছে, লুঠ করেছে।