North Bengal: মাঘের শীতে রাজনীতিতে গরম উত্তরবঙ্গ

শীতের উত্তর রাজনীতিতে গরম। রবিবারই উত্তরবঙ্গে (North Bengal) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার থেকে উত্তরবঙ্গের ৫ জেলায় একাধিক কর্মসূচি রয়েছে মমতার। এদিনই জলপাইগুড়ি থেকে ফের…

Mamata Banerjee, Rahul Gandhi, North Bengal, Political Campaigns

শীতের উত্তর রাজনীতিতে গরম। রবিবারই উত্তরবঙ্গে (North Bengal) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার থেকে উত্তরবঙ্গের ৫ জেলায় একাধিক কর্মসূচি রয়েছে মমতার। এদিনই জলপাইগুড়ি থেকে ফের শুরু হচ্ছে রাহুল গান্ধির (Rahul Gandhi) ন্যায়যাত্রা।

রবিবার কলকাতা থেকে উত্তরবঙ্গে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাত্রিবাস করবেন কোচবিহারে। সোমবার যোগ দেবেন রাজবংশীদের একটি অনুষ্ঠানে। পরে শিলিগুড়িতে পাট্টা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবার সকালে রায়গঞ্জে প্রশাসনিক সভা মমতার। সেদিনই বিকেলে প্রশাসনিক সভা করবেন বালুরঘাটে। বুধবার সকালে প্রশাসনিক সভা করবেন মালদায়। বিকেলে বহরমপুরে করবেন প্রশাসনিক সভা। পরের দিন নদিয়ার শান্তিপুরে প্রশাসনিক সভা মমতার।

অর্থাৎ ৫ দিনের সফরে উত্তর থেকে দক্ষিণ সাত জেলা চষে বেড়াবেন মমতা বন্দোপাধ্যায়। এর মধ্যে উনিশের লোকসভা ভোট থেকেই উত্তরবঙ্গে পদ্মের উত্থান।

উনিশের লোকসভা ভোটে উত্তরবঙ্গের আটটির মধ্যে সাতটি আসন ছিনিয়ে নেয় বিজেপি। একটি পায় কংগ্রেস। তৃণমূল শূন্য। একুশের বিধানসভা ভোটে সবুজ সুনামির মধ্যেও উত্তরবঙ্গে তৃণমূলের থেকে বেশি আসন যায় পদ্মের ঝুলিতে। উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জেতে ৩০টিতে।  তৃণমূল পায় ২৩টি আসন।

পরে ধূপগুড়ি উপ নির্বাচনে বড় জয় পায় তৃণমূল। এবার আর কিছু দিনের মধ্য়েই লোকসভা ভোট। উত্তর থেকে পদ্মকে সাফ করতে মরিয়া ঘাসফুল। তৃণমূলের নজর উত্তরে। এই উত্তরবঙ্গে রাজবংশী,কামতাপুরীর মতো জনজাতির ভোট বড় ফ্যাক্টর। কোচবিহার লোকসভায় ফ্যাক্টর রাজবংশী ভোট। এর প্রভাব আছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা আসনেও। দুই লোকসভা আসনই ২০১৯ সালে জিতে নেয় বিজেপি। চব্বিশে রায়গঞ্জে বিজেপি ছাড়াও তৃণমূলকে লড়তে হতে পারে কংগ্রেসের সঙ্গে।

ইতিমধ্যেই রায়গঞ্জ লোকসভা আসনে দীপা দাসমুন্সির নাম ভাসিয়ে রেখেছে কংগ্রেস। আবার মালদাও কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। এমন পরিস্থিতিতে রবিবার ফের উত্তরবঙ্গে মমতা। রবিবারই ফের উত্তরবঙ্গের মাটি থেকে শুরু হবে রাহুল গান্ধির ন্যায়যাত্রা।

রবিবার দুপুরে জলপাইগুড়িতে পদযাত্রা রাহুলের। এরপর শিলিগুড়িতে পদযাত্রা। রাতে থাকবেন উত্তর দিনাজপুরে। সোমবার চোপড়া থেকে গাড়িতে যাবেন ১২ কিলোমিটার। তারপর বাসে প্রায় ৫০ কিলোমিটার পথ যাত্রা করে বাংলা বিহার সীমানা কিষাণগঞ্জে পৌঁছবেন। এভাবেই বাংলা থেকে বিহারে ঢুকবে রাহুলের ন্যায়যাত্রা।