বিধানসভায় গুটকা চিবিয়ে, মোবাইল গেমে মত্ত BJP বিধায়করা, ‘জনতার টাকার শ্রাদ্ধ’

কেউ মনের সুখে গুটখা চিবিয়ে যাচ্ছে, কেউ মত্ত মোবাইল গেম নিয়ে। বিধানসভায় (BJP) বিজেপি বিধায়কদের এটাই কাজ। তাঁরা মজায় আছেন। তবে গেম (Mobile game) হোক…

বিধানসভায় গুটকা চিবিয়ে, মোবাইল গেমে মত্ত BJP বিধায়করা, 'জনতার টাকার শ্রাদ্ধ'

কেউ মনের সুখে গুটখা চিবিয়ে যাচ্ছে, কেউ মত্ত মোবাইল গেম নিয়ে। বিধানসভায় (BJP) বিজেপি বিধায়কদের এটাই কাজ। তাঁরা মজায় আছেন। তবে গেম (Mobile game) হোক বা গুটকা নেশা সবই যে ক্যামেরাবন্দি হচ্ছে কে জানত। সেসব ছবি ফাঁস (Viral Video) হতেই তীব্র বিতর্ক। আম জমতার করের টাকা শ্রাদ্ধ চলছে।

সদ্য শেষ হয়েছে উত্তরপ্রদেশের বিধানসভার বাদল অধিবেশন। শাসক বিজেপি বনাম বিরোধী সমাজবাদী পার্টির মধ্যে চলেছে তর্কা তর্কি। এর মাঝে বিধানসভার কক্ষে বিজেপি বিধায়কদের গেম-গুটকার নেশায় মত্ত থাকার ছবি স্যোশাল মিডিয়ায় তুলে ধরল বিরোধী সমজাবাদী পার্টি।

   

সমাজবাদী পার্টি জানায়, বিধানসভার সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছেন বিজেপি বিধায়করা। এরা মানুষের সমস্যা নিয়ে কথা বলতে পারে না। এটা ভীষণ দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা।

Advertisements

গুটকাখোর, গেম এক্সপার্ট বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া দাবি তুলেছে সপা। অভিযোগ, দুই বিজেপি বিধায়ক রাকেশ গোস্বামীকে গেম খেলতে এবং রবী কুমার শর্মাকে বিধানসভার আসনে বসে গুটখা খেতে দেখা যাচ্ছে।