হাঁফ ছেড়ে বাঁচতে বিদেশে পাড়ি অঙ্কুশ-ঐন্দ্রিলার

শ্বাস নেওয়ার সময় নেই অঙ্কুশ-ঐন্দ্রিলার (Ankush-Oindrila)।  টানা তাঁরা করে চলছে কাজ। আর তাতেই হাঁপিয়ে উঠেছে জীবন। একটু রেস্টের প্রয়োজন। এবার তাই ঘুরতে গেলেন লাভ বার্ডস।…

হাঁফ ছেড়ে বাঁচতে বিদেশে পাড়ি অঙ্কুশ-ঐন্দ্রিলার

শ্বাস নেওয়ার সময় নেই অঙ্কুশ-ঐন্দ্রিলার (Ankush-Oindrila)।  টানা তাঁরা করে চলছে কাজ। আর তাতেই হাঁপিয়ে উঠেছে জীবন। একটু রেস্টের প্রয়োজন। এবার তাই ঘুরতে গেলেন লাভ বার্ডস। ছবির শুটে দু’মাসেরও বেশি সময় লন্ডনে ছিলেন দুই তারকা। টানা কাজে হাপিয়ে উঠেছেন দুই তারকা। এবার শুটিং ফ্লোরের লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে প্রকৃতির হাওয়া খেতে বেরিয়ে পড়লেন তাঁরা।

Advertisements

ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভ্যাকেশনের ছবি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘ব্যাক টু ব্যাক চারটি ছবি কাজ শেষ, ১ টি ওয়েব সিরিজের শুট শেষ… মোট ১০০ দিনের কাজ। এখন সময় ঘুরতে যাওয়ার। এটা খুব প্রয়োজন’।

   

শনিবার বিমানে বসেই ঐন্দ্রিলার সঙ্গে খুনসুটির মুহূর্ত লেন্সবন্দি করেছেন অঙ্কুশ। অঙ্কুশ-ঐন্দ্রিলা রিয়েল লাইফের জুটি হলেও খুব বেশি ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। মাত্র দুটি ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন। এবার তার ভক্তরা বসে রয়েছেন কবে তারা বসবেন বিয়ের পিঁড়িতে। তাই অঙ্কুশ কোনও সাসপেন্স রেখে পোস্ট দিলেই তার ভক্তরা ভাবেন এই হয়তো দেবেন বিয়ের খবর।

Advertisements

২০২০ সালে রাজা চন্দ পরিচালিত ‘ম্যাজিক’ ছবিতে বড় পর্দায় প্রথম জুটি বেঁধেছিলেন নায়ক – নায়িকা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Ankush (@ankush.official)