বিএসএফকে হারিয়ে কী বললেন সাদা-কালো কোচ?

বৃহস্পতিবার ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল বিএসএফ ফুটবল দলের বিপক্ষে। শেষ পর্যন্ত…

mehrajuddin wadoo

বৃহস্পতিবার ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল বিএসএফ ফুটবল দলের বিপক্ষে। শেষ পর্যন্ত তিনটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পায় ব্ল্যাক প্যান্থার্সরা। দুর্দান্ত ফুটবল খেলার পাশাপাশি পেনাল্টি থেকে গোল করেছেন সজল বাগ‌। এছাড়াও দুইটি গোল করেছেন মহারাবাম ম্যাক্সিয়ন। যারফলে জয় দিয়েই এই টুর্নামেন্ট শেষ করল সাদা-কালো ব্রিগেড। সেই নিয়ে কিছুটা হলেও খুশি সমর্থকরা। দলের ছেলেদের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি মহামেডান দলের কোচ মেহরাজুদ্দিন ওয়াডু (Mehrajuddin Wadoo)।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সকলেই যথেষ্ট ভালো খেলেছে। আমাদের দলের অধিকাংশ তরুণ ফুটবলার। ওরা এখানে খেলে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে ভবিষ্যতে গিয়ে সেটাই কাজে লাগবে। এই জয়ের জন্য দলের সকলকে আমি আগেই শুভেচ্ছা জানিয়ে দিয়েছি। তবে প্রত্যেকেই আরও পরিশ্রম করতে হবে। এই নিয়ে খুশি থাকলে হবে না। এগিয়ে যেতে হবে। বিশেষ করে কলকাতা ফুটবল লিগ এখন আমাদের অন্যতম বড় চ্যালেঞ্জ। আমরা এখন সেই টুর্নামেন্টের জন্য দলকে প্রস্তুত করবো। এগিয়ে যাবো।” তবে সাংবাদিকদের তরফে দলের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করায় সাদা-কালো কোচ বলেন, ” কলকাতা ফুটবল লিগে আমরা যথেষ্ট ইয়ং ফুটবলারদের খেলাচ্ছি। তাঁদের মানিয়ে নিতে কিছুটা সময় লাগবেই।”

   

তবে সেখানেই শেষ নয়। দলের পরিস্থিতিতে ও সমর্থকরা যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে এবং দলকে সমর্থন করতে মাঠে এসেছে সেই নিয়ে আর ও যোগ করেন, “দলের এখন খারাপ সময় যাচ্ছে। কিন্তু তাঁর পরে ও সমর্থকরা যেভাবে মাঠে এসেছে সেজন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তবে দলের অফফর্ম চললে ও তাঁরা জানে আমরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ও লড়াই করেছি। আশা করি খুব শীঘ্রই পরিস্থিতির বদল হবে। দলের সমর্থকদের মুখে আবার হাসি ফিরবে।”

Advertisements

বলাবাহুল্য, ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকেই হাড্ডাহাড্ডি লড়াই করতে দেখা গিয়েছিল সাদা-কালো ফুটবলারদের। মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি ডায়মন্ড হারবার এফসির কাছে পরাজিত হতে হলেও দলের তরুণ ফুটবলারদের খেলা মন জয় করেছিল সকলের। কলকাতা লিগে ও সেটা ধরে রাখতে চাইবেন কোচ।