দীর্ঘ চোট সমস্যা কাটিয়ে অবশেষে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলে (Indian Cricket Team) না থাকলেও শামি ফের ক্রিকেটে নিজের উপস্থিতি জানান দিতে প্রস্তুত। আসন্ন ঘরোয়া মরসুমে বাংলার ৫০ জন (Bengal Team) সম্ভাব্য খেলোয়াড়ের তালিকায় তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই তালিকার প্রথমেই তাঁর নাম, যা রীতিমতো বড় খবর ক্রিকেট মহলে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) জানিয়েছিল, শামি পুরোপুরি চোটমুক্ত নন। তাই তাঁকে ইংল্যান্ড সফরের টেস্ট দলে রাখা হয়নি। তবে এবার জানা গিয়েছে, তিনি দ্রুত সুস্থ হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন। এই প্রত্যাবর্তনের জন্য প্রথম বড় মঞ্চ হতে পারে ২৮ আগস্ট থেকে শুরু হওয়া দলীপ ট্রফি। পুরনো আন্তঃজোনাল ফরম্যাটে ফিরছে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট, যেখানে পূর্বাঞ্চলের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে সামির।
গত কয়েক বছর ধরেই শামিরর কেরিয়ারে চোট একটা বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালের আইপিএল চলাকালীন ফের চোট পান এই ডানহাতি পেসার। তারপর থেকেই ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। তবে এবার বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের (CAB) দৃষ্টিভঙ্গি স্পষ্ট একজন অভিজ্ঞ এবং কার্যকর বোলার হিসেবে শামিকে ঘরোয়া সিজনের জন্য কাজে লাগাতে চায় তারা।
দলীপ ট্রফি (Duleep Trophy 2025) শামির জন্য হতে পারে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এই টুর্নামেন্টে ভাল পারফর্ম করে তিনি আবার জাতীয় দলের নির্বাচকদের দৃষ্টিতে আসতে পারেন। উল্লেখ্য, ভারতের হয়ে এখনো পর্যন্ত ৬৪টি টেস্ট, ১০৮টি ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সর্বশেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল ২০২৫ সালের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে তিনি পাঁচ ম্যাচে ৯টি উইকেট নেন। তবে তাঁর ইকোনমি রেট ছিল ৫.৬৮, যা তাকে সবচেয়ে ব্যয়বহুল বোলারদের তালিকায় রেখেছিল।
বাংলার দলে আরও যারা আছেন
শামিকে ঘিরে যতই আলোচনার কেন্দ্রবিন্দু গড়ে উঠুক না কেন, বাংলার সম্ভাব্য স্কোয়াডে আরও অনেক গুরুত্বপূর্ণ নাম রয়েছে। অভিমন্যু ঈশ্বরণ, আকাশ দীপ, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল সকলেই জাতীয় দলের আশেপাশে ঘোরাফেরা করছেন বা ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের পরিচয় গড়ে তুলেছেন। এই তালিকা থেকেই তৈরি হবে বাংলার মূল স্কোয়াড, যা ঘরোয়া মরসুমে রঞ্জি, বিজয় হাজারে এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নেবে।
আইপিএলের হতাশাজনক পারফরম্যান্স
২০২৫ সালের আইপিএলে শামির পারফরম্যান্স হতাশাজনক ছিল। ফর্মে না থাকা ও বারংবার চোটের কারণে তাঁকে ছন্দে দেখা যায়নি। তবে এ বার তাঁর লক্ষ্য একটাই—নিজের ফিটনেস প্রমাণ করা এবং আবারও জাতীয় দলের দরজায় কড়া নাড়া। বাংলার সম্ভাব্য স্কোয়াডে সামির অন্তর্ভুক্তি নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা বহন করে। তাঁর অভিজ্ঞতা এবং নেতৃত্বের ক্ষমতা দলকে উপকৃত করতে পারে। তবে ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে একটি প্রশ্নের উত্তরে—এই প্রত্যাবর্তন সামিকে কতটা সফলভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে পারে?
Indian Cricket Team bowler Mohammed Shami to returns Bengal Team probable squad for Duleep Trophy 2025