অনেক আগেই মা, হয়েছে আম্মা (Suvendu)। আকাশি রং বদলে করা হয়েছে আসমানি। শুধু তাই নয় ছোট থেকে যারা জেনে এসেছিল রামধনু এখন আবার নতুন করে তাদের শিখতে হয়েছে নতুন ভাষা রংধনু। নতুন ভাষা প্রবর্তনে বাংলার সরকারের জুড়ি মেলা ভার। খোদ বাংলার মুখ্যমন্ত্রীও শুভ নন্দনের মত নতুন নতুন ভাষা উদ্বাবন করেন। এই সরকার ই এবার পারিবারিক সম্পর্কের মানে বদলে দিতে চাইছে বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কাঁথির কিশোরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন পত্রের ছবি তুলে ধরে শুভেন্দু অধিকারী এই অভিযোগ করেছেন। প্রশ্নপত্রের কয়েকটি প্রশ্ন নজর কেড়েছে যেমন আব্বার ভাই কে কি বলে?, চাচার স্ত্রী কে কি বলে কিংবা আম্মার বোনকে কি বলে। এই প্রশ্নপত্র সেই স্কুলের তৃতীয় শ্রেণীর। শুভেন্দুর অভিযোগ রাজ্যের সরকার স্কুল শিক্ষার মধ্যে দিয়ে ছোট ছেলে মেয়েদের মগজ ধোলাই করছে।
পশ্চিমবঙ্গে শিক্ষা দফতরের দৌলতে বাংলা ভাষার দফারফা
এই প্রশ্ন-উত্তর গুলি কাঁথির কিশোর নগর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে।
প্রশ্ন-উত্তর পত্রটির এক থেকে পাঁচ ক্রমিক সংখ্যা অবধি করা প্রশ্ন-উত্তর গুলি ভালো করে লক্ষ্য করুন।
এ রাজ্যে শিক্ষা… pic.twitter.com/7l1DxoM9Fc— Suvendu Adhikari (@SuvenduWB) July 19, 2025
শুভেন্দু আরও বলেছেন যে এই ঘটনা আবারও প্রমান করে রাজ্য সরকার কিভাবে মুসলিম তোষণ চালাচ্ছে। এই রাজ্যে মুসলিম তোষণের প্রমান পাওয়া যাচ্ছে প্ৰায় প্রত্যেক দিন ই। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যাবস্থায় এখন দেশ স্বাধীন করা বিপ্লবীরা হয়েছেন সন্ত্রাসবাদী। শুধু তাই নয় রাজ্যের শিক্ষা ব্যবস্থা এখন হাত বাড়িয়েছে মানুষের পরিবারে। শেখানো হচ্ছে মুসলিম পরিবারের সম্পর্কের পরিচিতি।
শুভেন্দুর গলায় তোষণের রাজনীতির সঙ্গে সঙ্গে উঠে এসেছে তৃণমূলের ভোট ব্যাংক রাজনীতির কথা। বিরোধী দলনেতা অভিযোগ করেছেন শুধু মাত্র মুসলিম ভোট টানার জন্যই শিক্ষা ক্ষেত্রে এই ধরণের পরিবর্তন এনে পারিবারিক সম্পর্কের সমীকরন বদলে দিতে চায় রাজ্য সরকার।
এছাড়াও মমতার কার্যক্রম জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক তাও দাবি করেছে বিজেপি। শুভেন্দু এর আগেও বার বার পশ্চিমবঙ্গে জেহাদি তৈরী হচ্ছে বলে বিস্ফোরক করেছেন।
এবার খোদ তার নিজের জন্মভূমিতে প্রাথমিকের প্রশ্নে এই ধরণের সাম্প্রদায়িক প্রশ্নে তিনি প্রতিবাদী হয়েছেন। বাংলা ও বাঙালিদের জন্যে মমতার প্রতিবাদ কে কটাক্ষ করে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর এই বাঙালি প্রীতি শুধু মাত্র রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছুই নয়।
পটনার শার্পশ্যুটার গ্রেফতার কলকাতার শাপুরজি পালোনজিতে
তিনি শিশুদের চেতনার মধ্যে ভোট ব্যাংকের রাজনীতির বিষ ছড়িয়ে দিতে চাইছেন। তবে শুভেন্দুর প্রতিবাদে বাংলায় বদল আসবে কিনা তা শুধু মাত্র বলতে পারে সাধারণ মানুষের রায় এবং সময়।