কলকাতায় পৌঁছালেন অস্কার, কবে আসবেন মোলিনা?

ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025) আসন্ন। দেশের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে। কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী (Kolkata Football) ক্লাব ইস্টবেঙ্গল…

two Mohun Bagan SG footballer who most successful tackles in ISL 2024-25

ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025) আসন্ন। দেশের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে। কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী (Kolkata Football) ক্লাব ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) ও মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan SG) ঘিরে উত্তেজনা চূড়ান্তে। শুক্রবার রাতে শহরে পৌঁছে গিয়েছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) ও আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন কেভিন সিবিলে। অন্যদিকে, মোহনবাগান এখনও তাদের প্রধান কোচ হোসে মোলিনার (Jose Molina) আগমন নিয়ে কিছুটা ধীরগতিতে হাঁটছে।

ডুরান্ড কাপে মোহনবাগান কাদের খেলাবে?

   

চলতি বছর ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্ট আদৌ পুরো শক্তির দল নামাবে কিনা, তা নিয়ে একসময় বেশ জল্পনা তৈরি হয়েছিল। শেষপর্যন্ত ক্লাব সূত্রে জানানো গিয়েছে, আপাতত রিজার্ভ, জুনিয়র এবং সিনিয়র দলে বেশ কিছু ভারতীয় ফুটবলারদের নিয়েই ডুরান্ডে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। তবে পরিস্থিতি অনুযায়ী যদি দল নকআউট পর্যায়ে পৌঁছয়, সেক্ষত্রে অন্য পরিকল্পনা করা হতে পারে।

এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট, ডুরান্ডকে ঘিরে মোহনবাগান ক্লাবের পরিকল্পনা এই মুহূর্তে তুলনামূলকভাবে রক্ষণাত্মক। কারণ, তাদের লক্ষ্য মূলত এএফসি কাপ এবং আইএসএলের প্রস্তুতি। ডুরান্ড কাপের মতো একটি প্রি-সিজন টুর্নামেন্টে মূল শক্তি নষ্ট করতে চাইছে না ক্লাব ম্যানেজমেন্ট।

জানা গিয়েছে, আগামী ২৬ জুলাই থেকে মোহনবাগান অনুশীলন শুরু করবে। প্রাথমিকভাবে দলের দায়িত্ব থাকবে রিজার্ভ দলের কোচ বাস্তব রায়র কাঁধে। তাঁর অধীনেই শুরু হবে অনুশীলন। এই শিবিরে মূলত জুনিয়র ও ভারতীয় ফুটবলাররাই থাকবেন। ক্লাব ইতিমধ্যেই ভারতীয় খেলোয়াড়দের জানিয়ে দিয়েছে, ২০ জুলাই মধ্যে অনুশীলনে যোগ দেওয়ার জন্য। অন্যদিকে, বিদেশি ফুটবলারদের জন্য সময়সীমা কিছুটা বেশি রাখা হয়েছে। তাঁরা ২ থেকে ৩ আগস্ট-এর মধ্যে দলে যোগ দিতে পারেন।

Advertisements

তাহলে প্রশ্ন থেকেই যায়, মোহনবাগানের স্প্যানিশ হেড কোচ কবে কলকাতায় আসবেন? এই প্রসঙ্গে ক্লাব সূত্রে জানা গিয়েছে মোলিনা বিদেশি ফুটবলারদের সঙ্গে একই সময়েই শহরে আসতে পারেন। অর্থাৎ, ২ অথবা ৩ অগাস্টের মধ্যেই তাঁর কলকাতায় পৌঁছনোর সম্ভাবনা প্রবল।

তবে ক্লাব এখনও অফিসিয়ালি এই বিষয়ে কোনও ঘোষণা করেনি। মোলিনা আসার পরে দল কতটা দ্রুত গতি পাবে, সেটা সময়ই বলবে। তবে একথা নিশ্চিতভাবে বলা যায় যে, তাঁর নেতৃত্বে সিনিয়র দলকে পুরোপুরি কাজে লাগানো হবে আইএসএল ও এএফসি কাপের মতো বড় প্রতিযোগিতার জন্য।

Mohun Bagan SG head coach Jose Molina like to arrive kolkata on 1st week of August during Durand Cup 2025