প্রয়াগরাজ: মহাকুম্ভে ঘোর বিপদ। পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম বহু। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। এই পরিস্থিতির জন্য যোগী প্রশাসনকে কাঠগড়ায় তুললেন এক সন্ত৷ পঞ্চায়েতি আখড়ার মহামণ্ডলেশ্বর সন্ত প্রেমানন্দ পুরীর দাবি, প্রথম থেকেই তাঁরা বলেছিলেন সেনার হাতে ভিড় নিয়ন্ত্রণের ভার দেওয়া হোক। তাহলে এই অঘটন ঘটত না৷ বুধবারের ঘটনার জন্য প্রশাসনকেই কাঠগড়ায় তুলছেন তিনি। (Yogi Adityanath criticized for mismanagement)
সেনার হাতে দায়িত্ব নয় কেন? Yogi Adityanath criticized for mismanagement
যোগী প্রশাসনকে তুলোধোনা করে ওই সন্ত বলেন, ‘‘একেবারেই অপদার্থ প্রশাসন। আমরা শুরু থেকেই দাবি করছি, কুম্ভের নিরাপত্তার ভার সেনার হাতে তুলে দেওয়া হোক। কিন্তু আমাদের কোনও কথা শোনা হয়নি। প্রশাসনিক গাফিলতির জন্যেই কুম্ভ কলঙ্কিত হল।”
রাতেই ঘটে দুর্ঘটনা Yogi Adityanath criticized for mismanagement
মৌনি অমাবস্যায় ‘অমৃতস্নান’ সারতে বুধবার রাত থেকেই ভিড় জমছিল প্রয়াগরাজে৷ রাতের অন্ধকারেই গঙ্গা-যমুনা ও অন্তঃসলীলা সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছিলেন বহু ভক্ত৷ রাত্র ২টো নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটা ঘটে৷ স্নানের জন্য ঘাটে ভিড় জমিয়েছিলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। সেখানেই ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে প্রবল ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে পড়ে যায়। শুরু হয় ধাক্কাধাক্কা৷ পদপিষ্ট হন বহু মানুষ। দুর্ঘটনায় ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা ৩০ থেকে ৪০৷ আহতদের উদ্ধার করে কুম্ভের অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরই নানা গুজব ছড়িয়েছে৷ আতঙ্ক তৈরি হয়েছে ভক্তদের মনেও৷ খবর পেয়েই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ঘটনার বিস্তারিত খোঁজ নেন তিনি। সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয় দিল্লির তরফে৷
Bharat: Tragic stampede at Mahakumbh 2025: 10 dead, over 100 injured. Yogi Adityanath criticized for mismanagement. Sant Premanand Puri demands army control for crowd management. Stay updated on the latest developments and safety measures.