খেলা ঘুরছে! রাশিয়ার ভেতরে ঢুকে হামলা চালাচ্ছে ইউক্রেন

দীর্ঘ দুবছর কেটে গিয়েছে। কিন্তু রুশ- ইউক্রেন যুদ্ধ এখনও অব্যাহত। ২০২২ সালের ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর প্রথম হামলা শুরু করে রাশিয়া। তারপর লাগাতার রুশ বাহিনীর হামলায়…

Uklraine attacks inside of russia

দীর্ঘ দুবছর কেটে গিয়েছে। কিন্তু রুশ- ইউক্রেন যুদ্ধ এখনও অব্যাহত। ২০২২ সালের ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর প্রথম হামলা শুরু করে রাশিয়া। তারপর লাগাতার রুশ বাহিনীর হামলায় বিপর্যস্ত হয়েছে ইউক্রেন। কিন্তু এবার ‘খেলা ঘুরছে’ বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। কারণ সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে কুরস্ক অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। সেই হামলায় রীতিমতো তছনছ হয়েছে রাশিয়ার এই শহরটি।

আমেরিকার দাবি না মানায় ক্ষমতাচ্যুত হলাম, ভারত থেকে বার্তা হাসিনার

   

আর তারপরই মুখ খোলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বললেন,

‘‘রুশ ভূখণ্ডে আক্রমণ হানছে ইউক্রেনের সামরিক বাহিনী। রাশিয়ার ভেতরে লড়ছে ইউক্রেনের সেনা। এতে যুদ্ধ আরও আগ্রাসী হয়ে উঠেছে।’’

আজ শিয়ালদহ-হাওড়া ডিভিশনে বাতিল প্রচুর লোকাল ট্রেন, দেখুন তালিকা

গত মঙ্গলবার থেকে রাশিয়ায় নতুন করে আক্রমণ শুরু করেছে কিয়েভ। সে দিনই রাশিয়ার অভ্যন্তরে প্রায় ১০ কিমিরও বেশি অগ্রসর হয়েছে ইউক্রেনিয় সেনা। স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোরেও পাল্টা জবাবে ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ-সহ বেশ কয়েকটি অঞ্চলে আঘাত হেনেছে রুশ বাহিনী। রাশিয়া অভ্যন্তরে ইউক্রেনের হামলা মেনে নিতে পারছে না মস্কো। শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণে সেনাকে রুশ আক্রমণের জন্য ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি।

শ্লীলতাহানির অভিযোগে কাঠগড়ায় চিকিত্সক

আগামীদিনে রাশিয়ার আরও অভ্যন্তরে কতটা জোরদার হামলা চালানো যায় তা নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন সেনা।সম্প্রতি রাশিয়ায় ড্রোন হামলাও বাড়িয়েছে ইউক্রেন। সেনা ঘাঁটির বদলে জনবসতি টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া।