শ্লীলতাহানির অভিযোগে কাঠগড়ায় চিকিত্সক

এবার শ্লীলতাহানিতে অভিযুক্ত হলেন এক চিকিত্সক। চিকিত্সায় গাফিলতির অভিযোগ তোলাতেই নাকি ওই মহিলাকে শ্লীলতাহানি করেছেন ওই চিকিত্সক। ঘটনাটি মুম্বাইয়ের। জানা গিয়েছে গত মে মাসে ছেলের…

Doctor accused of molestation Case.

এবার শ্লীলতাহানিতে অভিযুক্ত হলেন এক চিকিত্সক। চিকিত্সায় গাফিলতির অভিযোগ তোলাতেই নাকি ওই মহিলাকে শ্লীলতাহানি করেছেন ওই চিকিত্সক। ঘটনাটি মুম্বাইয়ের। জানা গিয়েছে গত মে মাসে ছেলের মৃত্যুর পর নিজেকে সামলাতে পারেনি ওই মহিলা। তখন ওই চিকিত্সককে কীভাবে চিকিত্সা হয়েছে তা জিজ্ঞেস করতেই দুজনের মধ্যে বচসা বাঁধে।

বিজেপি বিধায়কের অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষ লক্ষ টাকা

   

সেই সময় ওই চিকিত্সক ৫৫ বছর বয়সি ওই মহিলাকে নিগ্রহ করেন বলে অভিযোগ। শনিবার ওই বিষয় মুম্বাইয়ের সিবিডি থানায় এফআইআর দায়ের করেন ওই মহিলার পরিবার। তবে মে মাসের ঘটা ঘটনা এতদিন পেরিয়ে কেন এফআইআর দায়ের? সেই বিষয় জানতে চাওয়া হলে স্পষ্ট করে কিছু জানায়নি আক্রান্ত পরিবারটি।

সাতসকালে সুখবর, বাংলার ১১ জেলায় কমল পেট্রোলের দাম

তবে মহিলার অভিযোগের ভিত্তিতে চিকিৎসকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ধারা ও ৭৯ ধারায় শ্লীলতাহানি, ৩৫১(৩) ধারায় হুমকি ও ৩৫২ ধারায় ইচ্ছাকৃত ভাবে অপমানের অভিযোগে মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে।