Murshidabad: তৃণমূল বিধায়কের ঘরে বিপুল টাকা পেল সিবিআই, ডোমকলে উত্তেজনা

সিবিআই তল্লাশিতে গরম ডোমকল। এখানকার তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে তল্লাশির জেরে মুর্শিদাবাদ (Murshidabad) জেলা তৃ়ণমূলের অন্দরে চাপা উত্তেজনা। কী উদ্দেশ্যে সকাল থেকে সিবিআই হানা…

সিবিআই তল্লাশিতে গরম ডোমকল। এখানকার তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে তল্লাশির জেরে মুর্শিদাবাদ (Murshidabad) জেলা তৃ়ণমূলের অন্দরে চাপা উত্তেজনা। কী উদ্দেশ্যে সকাল থেকে সিবিআই হানা চলেছেন তা স্পষ্ট জানা যায়নি বলে সূত্রের খবর। এর মাঝে বিধায়কের ঘরে বিশাল এক মেশিন নিয়ে কয়েকজন ঢুকল। কী সেই মেশিন? টাকা মিলেছে বিধায়কের প্রাসাদের মতো বাড়িতে? এমনই প্রশ্ন উঠছে।

জানা যাচ্ছে বিধায়ক জাফিকুলের ঘরে টাকার পাহাড় দেখে চমকে গেল সিবিআই। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা দেয় সিবিআই। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার জাফিকুল ইসলাম। ডোমকলে বিধায়কের বাড়ি ও তাঁর বিএড ও ডিএলএড কলেজে চলে সিবিআই তল্লাশি।

তল্লাশির সময় জাফিকুল ইসলামের বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর। স্থামীয় ব্যাংক থেকে আনা হয় কালো কাপড়ে মোড়া বিরাট মেশিন। জানা যাচ্ছে লাখ লাখ টাকা মিলেছে। এর পাশাপাশি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, তার খুবই ঘনিষ্ঠ শিক্ষক ঝন্টু শেখের বাড়িতেও চলছে সিবিআই তল্লাশি। সকাল থেকেই একাধিক নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে এই গোটা তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোয় সে বিষয়ে নজর রয়েছে।

সকাল থেকে তল্লাশি চলছে ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের কার্যালয়, বাড়ি ও কলেজে।বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে সিপিআই। পার্শ্ববর্তী একটি ব্যাংক থেকে কালো কাপড়ে ঢেকে মেশিন আনা হয়। বিধায়কের বাড়ি কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের ঘিরে নিতে বলা হয়। বাড়ির ভেতরে কাউকে ঢুকতে দেয়নি সিপিআই।