আমেরিকার দাবি না মানায় ক্ষমতাচ্যুত হলাম, ভারত থেকে বার্তা হাসিনার

দেশত্যাগ করেছেন প্রায় এক সপ্তাহ হতে চলল। এবার ভারত থেকেই নিজের দলের সমর্থকদের জন্য বার্তা দিলেন প্রাক্তণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তাঁকে ক্ষমতাচ্যুত করার পেছনে…

Shekh Hasina first messege to Bangaldesh supporter from India

দেশত্যাগ করেছেন প্রায় এক সপ্তাহ হতে চলল। এবার ভারত থেকেই নিজের দলের সমর্থকদের জন্য বার্তা দিলেন প্রাক্তণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তাঁকে ক্ষমতাচ্যুত করার পেছনে আমেরিকাকেই কাঠগড়ায় তুলেছেন। রবিরার একটি সংক্ষিপ্ত বক্তৃতায় একথা জানান দেশত্যাগী প্রধানমন্ত্রী। বর্তমানে দিল্লির কোনও এক অজ্ঞাতস্থানে রয়েছেন তিনি। সেখান থেকে এদিন তিনি বলেন,

“আমি ক্ষমতায় থেকে যেতে পারতাম, যদি আমি আমেরিকার হাতে সেন্ট মার্টিন আইল্যান্ড ও বঙ্গোপসাগর তুলে দিতাম।”

হাসিনার এই বিবৃতি সামনে আসতেই নড়েচড়ে বসে কূটনৈতিক মহল।

   

শ্লীলতাহানির অভিযোগে কাঠগড়ায় চিকিত্সক

হাসিনা আরও বলেন,

“দেশের সার্বভৌমত্বে আপস না করার জন্যই আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।”

এদিন এই বার্তা পেয়েই উত্তেজিত হয়ে পড়েন আওয়ামি সমর্থকেরা। তবে দেশের বাইরে থেকেই ফের নিজের দেশে প্রাসঙ্গিক হয়ে উঠতে ‘ভিকটিম কার্ড’ খেলতে চাইছেন হাসিনা? প্রশ্ন উঠছে এমনই। জানা গিয়েছে, আওয়ামী সমর্থকদের সঙ্গে ফোনে অডিও কলেও নাকি যোগাযোগ রাখছেন তিনি। তবে সেই বিষয় এখনও কোনও সঠিক তথ্য হাতে আসেনি।

সাতসকালে সুখবর, বাংলার ১১ জেলায় কমল পেট্রোলের দাম

কিন্তু বাংলাদেশে গণঅভুত্থানে হাসিনার পতনের সঙ্গে আমোরিকা ও সেন্ট মার্টিন আইল্যান্ডের সম্পর্ক কী? সম্পর্ক রয়েছ। তার কারণ এই দ্বীপটি বাংলাদেশের চট্টোগ্রাম, মিয়ানমারের মাঝখানে বঙ্গোপসাগরের ওপর অবস্থিত। ভূ-কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান। জানা যায়, তিন কিলোমিটার ব্যাসার্ধের এই প্রবাল দ্বীপেই নৌ-বন্দর ও বিমান ঘাঁটি করতে চেয়েছিল আমেরিকা। উদ্দেশ্য ছিল এখানে বিমান ঘাঁটি করেই মিয়ানমার, ভারত ও বাংলাদেশের ওপর নজরদারি চালাবে ওয়াশিংটন। এবং অবশ্যই বঙ্গোপসাগরে চিনের গতিবিধির ওপর। তা নিয়েই হাসিনার ওপর চাপ বাড়াচ্ছিল ওয়াশিংটন। শোনা যায় আমেরিকার সেই প্রস্তাব মেনে নেন নি শেখ হাসিনা।

আজ শিয়ালদহ-হাওড়া ডিভিশনে বাতিল প্রচুর লোকাল ট্রেন, দেখুন তালিকা

একাধিকবার জনসমক্ষে সেই কথা স্বীকার করেছেন তিনি। তবে আমেরিকা না অন্য কোনও দেশ সেই বিষয় স্পষ্ট কিছু বলেননি। যদিও হাসিনার অভিযোগ অস্বীকার করেছে আমেরিকা।