Canada: পরপর খালিস্তানি শিখ জঙ্গি খতম কানাডায়, মোদী-ট্রুডো কূটনৈতিক সংঘাতে বন্ধ ভিসা

একের পর এক খালিস্তানি জঙ্গি নেতাকে খতম করা হচ্ছে (Canada),কানাডায়। এই খানিস্তানিরা সবাই কনাডা প্রবাসী শিখ ও সে দেশের নাগরিক। কানাডা সরকারের দাবি, ভারতীয় গুপ্তচর…

একের পর এক খালিস্তানি জঙ্গি নেতাকে খতম করা হচ্ছে (Canada),কানাডায়। এই খানিস্তানিরা সবাই কনাডা প্রবাসী শিখ ও সে দেশের নাগরিক। কানাডা সরকারের দাবি, ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’ এই অপারেশন চালাচ্ছে। এটি দেশের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ। এই প্রশ্ন তুলে ‘র’ সংশ্লিষ্ট ভারতীয় দূতাবাস কর্মীদের দেশ থেকে ফেরত পাঠানো ও তার প্রতিক্রিয়ায় ভারত থেকে কানাডীয় দূতাবাসকর্মীদের তাড়ানো নিয়ে দুই দেশের সংঘাত তীব্র। এই সংঘাত আবহে এবার ভারত সরকার ভিসা পরিষেবা স্থগিত করল। আপাতত কোনও কানাডিয়ান নাগরিক ভারতের ভিসা পাবেন না। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সরাসরি ভারতের তরফে কড়া কূটনৈতিক বার্তা দিলেন মোদী।

পিটিআই জানাচ্ছে, কানাডায় থাকা শিখ ধর্মাবলম্বীদের বড় অংশ খালিস্তানপন্থী। কানাডায় থাকা একাধিক খালিস্তানি জঙ্গি নেতা প্রকাশ্যে ভারত বিরোধী বার্তা দেয়। তারা কানাডার নাগরিকত্ব নিয়ে রেখেছে। এই বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তানের মদতপুষ্ট খালিস্তান আন্দোলনের সাথে জড়িত বলে ভারত সরকার দাবি করে। তেমনই নেতা হরদীপ সিং নিজারকে খুন করার ঘটনা ঘটে। এর পর থেকে কানাডায় থাকা খালিস্তানিরা ক্রমাগত হুমকি দিয়ে চলেছে। কানাডা সরকারের দাবি, ভারতের গুপ্তচর সংস্থা র হামলা করছে গোপনে। এ নিয়ে দুই দেশের সংঘাত তীব্র।

   

নিজার খুনের পর মোস্ট ওয়ান্টেড খালিস্তানি জঙ্গি নেতা গুরপতওয়ান সিং পান্নুন ফের ভারত সরকার ও কানাডায় থাকা হিন্দুদের হুমকি দিয়েছে। ভারতের প্রতি পান্নুনের হুমকির পর কানাডায় থাকা প্রবাসী ভারতীয়রা আতঙ্কিত। সতর্ক থাকার বার্তা দিয়েছে ভারতীয় দূতাবাস। গত দুশো বছরের বেশি সময় ধরে কানাডায় বিপুল সংখ্যক শিখ থাকেন। ভারত সরকারের দাবি, এদের বড় অংশ খালিস্তানপন্থী। 

বিতর্কের মাঝে আরও এক খুনের ঘটনায় কানাডা গরম। উইনিপেগ শহরে থাকা ও খানিস্তানি বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিক সুখদুল সিংকে খুন করা দায় স্বীকার করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। জানা যাচ্ছে নিহত সুখদুল সিং খালিস্তানি জঙ্গি আরশদীপ সিংয়ের সহযোগী ছিল। সে ভারত থেকে পালিয়ে কানাডায় থাকত।