Rahul Gandhi: ‘নতুন দিশা দেখাবে কংগ্রেস’

উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের (Uttar pradesh assembly poll 2022) আবহে এবার আসরে নামলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিলেন একাধিক প্রতিশ্রুতি। সেইসঙ্গে প্রকাশিত হল কংগ্রেসের (Congress) ইস্তেহার।…

উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের (Uttar pradesh assembly poll 2022) আবহে এবার আসরে নামলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিলেন একাধিক প্রতিশ্রুতি। সেইসঙ্গে প্রকাশিত হল কংগ্রেসের (Congress) ইস্তেহার। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে রাহুল (Rahul Gandhi) বলেন, ‘উত্তরপ্রদেশে নতুন দিশা দেখাবে কংগ্রেস।’

এদিন তিনি আরও বলেন, ‘যুবদের উন্নতিতে কাজ করবে দল। উত্তরপ্রদেশে বেকারত্বের সংখ্যা বাড়ছে। এক লক্ষ পুলিশ কর্মী নিয়োগ করা হবে। প্রশ্নপত্র দুর্নীতি বন্ধ করবে কংগ্রেস। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে কেন্দ্রের মোদী সরকার।’

   

ইতিমধ্যেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০২২ সালের দামামা বেজে গিয়েছে । শুরু হয়েছে কাউন্টডাউন। ৪০৩ আসনের বিধানসভা ভোটের লড়াইয়ে উত্তরপ্রদেশে বিজেপি থেকে সমাজবাদী পার্টি, কংগ্রেস, বিএসপি ঝাঁপিয়ে পড়েছে। এদিকে প্রশ্ন উঠছে ২২-এর ভোটে কী পুনরায় মসনদ ধরে রাখতে পারবেন যোগী? নাকি ঘটবে পালাবদল?