Kolkata Police: প্রাক্তন পুলিশ কর্মী বাবার আগ্নেয়াস্ত্র থেকেই গুলি চালিয়েছিল সৌমিত

কসবা গুলি কাণ্ডে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র। পুলিশ (kolkata police) সূত্রে খবর ধৃত সৌমিতের বাবা একজন প্রাক্তন পুলিশ কর্মী। বাবার লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র থেকেই গুলি চালায় সৌমিত।…

কসবা গুলি কাণ্ডে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র। পুলিশ (kolkata police) সূত্রে খবর ধৃত সৌমিতের বাবা একজন প্রাক্তন পুলিশ কর্মী। বাবার লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র থেকেই গুলি চালায় সৌমিত। কসবার বৈকন্ঠপুর এলাকায় জঞ্জাল ফেলাকে ঘিরে বচসা। এবং তার জেরেই গুলি চালায় ওই যুবক। কসবা পুলিশ স্টেশনে এর বিরুদ্ধে আগেও গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে। তবে নিষ্ক্রিয় ছিল পুলিশ এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

আবর্জনা ফেলাকে কেন্দ্র করে বচসার জেরে সে গুলি চালায়। যার ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল সেটি উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাক্তন পুলিশকর্মী গৌতম মণ্ডলের ছেলে ধৃত সৌমিত। তদন্তে উঠে এসেছে সে প্রাক্তন পুলিশ বাবার লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র ব্যবহার করত।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুলিশের ছেলে এমন ভয় দেখিয়ে প্রায়শই ধমক দিত। তার গাড়িতে পুলিশ ও প্রেস স্টিকার থাকত। ক্ষোভের জেরে এলাকাবাসীরা তার গাড়ি ভাঙচুর করে। এলাকাবাসীদের অভিযোগ এই সৌমিত মণ্ডল মাঝেমধ্যে এলাকাবাসীদের দাদাগিরি দেখাতো। এবং পুলিশের ছেলে বলে নাম ফাটিয়ে এলাকাবাসীদের হুমকি দিত।