Kolkata: বাগানবাড়ি থেকে উদ্ধার বৃদ্ধার পচা গলা মৃতদেহ

Kolkata news: নাগেরবাজারের নয়াপট্টি এলাকায় নিজের বাগানবাড়িতে বৃদ্ধের রহস্য মৃত্যু। বাড়ির ভিতর থেকে পচা গলা গন্ধ আসায় স্থানীয়রা খবর দেয় পুলিশে। অজ্ঞাত পরিচয় যুবকের খোঁজে…

Nagerbazar, Kolkata

Kolkata news: নাগেরবাজারের নয়াপট্টি এলাকায় নিজের বাগানবাড়িতে বৃদ্ধের রহস্য মৃত্যু। বাড়ির ভিতর থেকে পচা গলা গন্ধ আসায় স্থানীয়রা খবর দেয় পুলিশে। অজ্ঞাত পরিচয় যুবকের খোঁজে পুলিশ। বাইরে থেকে তালা বন্ধ ছিল বাগান বাড়ি। খোঁজ মিলছে না বৃদ্ধের গাড়ি ও পোষ্যর।

নাগেরবাজারের নয়াপট্টিতে এই বৃদ্ধকে খুন করা হয়েছে প্রাথমিক তদন্তে এমনই অনুমান পুলিশের। তাই খুনের মামলার রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। তবে প্রশ্ন একটাই এই খুন কে করল?

স্থানীয়দের থেকে যে চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে তা হল, শনিবার শেষবারের মত মৃত বৃদ্ধ কল্যাণ ভট্টাচার্যকে এই এলাকায় দেখা গিয়েছিল। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। এর সঙ্গে তার বাড়ির মেন গেটটিও শনিবারের পর থেকে বন্ধ ছিল।

তবে রবিবার সন্ধ্যেবেলায় এক অজ্ঞাত পরিচয় যুবককে বাড়ির গেটের সামনে ঘোরাফেরা করতে দেখা যায়। এর সঙ্গেই যুবকটি বাড়ির উল্টো দিকে থাকা চায়ের দোকান থেকে চা খায়। এর সঙ্গে স্থানীয়দের কাছ থেকে জানতে চান কল্যান ভট্টাচার্যের বাড়িতে যাওয়ার বিকল্প রাস্তা কোনটি।

স্থানীয়রা তার পরিচয় জানতে চাইলে সেই যুবক জানান তিনি, গাড়ি চালক, কল্যাণবাবু তাকে ফোন করে ডেকেছেন। তিনি অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপরে স্থানীয়রা তার বাড়ির পিছন দিকে একটি যাওয়ার রাস্তা রয়েছে সেটি দেখিয়ে দেয়। তারপর থেকে ওই যুবককে আর দেখা যায়নি।

রবিবার রাতে মেন গেট দিয়ে কল্যাণ বাবুর গাড়ি বেরোতে দেখা যায়। এবং তারপর থেকেই তার বাড়ির গেট খোলা ছিল। এরপর থেকে গাড়ির কোনও হদিস মেলেনি এবং কল্যাণবাবুকেও দেখা যায়নি। মেলেনি তার পোষ্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির ভিতর থেকে কল্যাণ বাবুর ফোন উদ্ধার হয়েছে। মোবাইল ফোনের কল রেকর্ড এবং অন্যান্য নথিপত্র তারা খতিয়ে দেখছে।