Dengue: শীতেও ডেঙ্গু! ডেঙ্গু আক্রান্ত হয়ে নার্সিংপড়ুয়ার মৃত্যু মেডিক্যালে

ফের মৃত্যু ডেঙ্গুতে। বর্ষাকালে ডেঙ্গুর ভয়াবহ রুপ দেখা গিয়েছিল এই রাজ্যে। বর্ষার পর এবার শীতেও অব্যাহত ডেঙ্গুর দাপট। ডেঙ্গু আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজে মৃত্যু…

Dengue positive

ফের মৃত্যু ডেঙ্গুতে। বর্ষাকালে ডেঙ্গুর ভয়াবহ রুপ দেখা গিয়েছিল এই রাজ্যে। বর্ষার পর এবার শীতেও অব্যাহত ডেঙ্গুর দাপট। ডেঙ্গু আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজে মৃত্যু হল এক যুবতীর। মৃতের নাম ফারহানা বেগম, বয়স ২১ বছর।

হাসপাতাল থেকে জানা গিয়েছে মৃত ফারহানা তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ২১ বছরের ফারহানা বুধবার জ্বর নিয়ে ন্যাশানাল মেডিক্যাল কলেজে ভর্তি হন। তারপর থেকে তিনি এখানেই চিকিৎসাধীন ছিলেন। এরপর তাঁর রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে ফারহানকে আইসিইউতে রাখা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। শুক্রবার গভীর রাতে একাধিক অঙ্গ বিকলের জেরে মৃত্যু হয় ফারহানার।

ফারহানা পার্ক সার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নার্সিং বিভাগের পড়ুয়া ছিলেন বলে জানা গিয়েছে। এই এলাকাতেই হোস্টেলে থাকতেন তিনি। মশাবাহিত এই রোগে নাজেহাল রাজ্যবাসী। সম্প্রতিকালে কলকাতা-সহ রাজ্যের একাধিক এলাকায় হুহু করে বেড়েছিল মশার দাপট। মশার উৎপাত ঠেকাতে সরকারের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছিল।

বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন যে বর্ষা গেলেই মশার উপদ্রব কমবে। কিন্তু এডিস মশার দাপ্ট হয়ত এখনই মিলিয়ে যায়নি যা প্রমাণিত ফারহানার মৃত্যু দিয়ে।