এবার আপনি গুগলের থেকে‌ টাকা পেতে পারেন, জানুন কিভাবে ?

২৬ অক্টোবর ২০০৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৩ -এর মধ্যে আপনি যদি গুগল সার্চে ক্লিক করেন, তাহলে আপনিও ২৩ মিলিয়ন মার্কিন ডলারের একটা অংশ দাবি করতে…

২৬ অক্টোবর ২০০৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৩ -এর মধ্যে আপনি যদি গুগল সার্চে ক্লিক করেন, তাহলে আপনিও ২৩ মিলিয়ন মার্কিন ডলারের একটা অংশ দাবি করতে পারেন।

এখন ৩১ জুলাইয়ের মধ্যেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, গুগলের কাছ থেকে টাকা চাইবেন কি না।

ব্যবহারকারীদের সার্চ হিস্ট্রি তাঁদের অনুমতি না নিয়েই কিছু থার্ড পার্টি ওয়েবসাইটের কাছে শেয়ার করেছে। সেই মামলার নিষ্পত্তির জন্য সার্চ ইঞ্জিন জায়ান্টকে মোটা টাকা দিতে হচ্ছে।

যদিও Google এই অভিযোগ অস্বীকার করেছে এবং তারা সাফ জানিয়েছে, ব্যবহারকারীদের কোনও তথ্যই তারা থার্ড পার্টি ওয়েবসাইটের সঙ্গে শেয়ার করেনি।

Google-এর কাছ থেকে কারা টাকা চাইতে পারেন?

২৬ অক্টোবর ২০০৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৩ সময়ের মধ্যে আপনি যদি গুগল সার্চে ক্লিক করেন, তাহলে আপনিও সেই ২৩ মিলিয়ন মার্কিন ডলারের একটা অংশ দাবি করতে পারেন। যারা এই অর্থের দাবি করবেন, তাঁদের বলা হবে সেটেলমেন্ট ক্লাস মেম্বার।

কীভাবে টাকার দাবি করবেন?

Google-এর কাছ থেকে যাঁরা ক্ষতিপূরণ বাবদ টাকার দাবি করতে চান, তাঁদের যেতে হবে refererheadersettlement.com ওয়েবসাইটে। প্রক্রিয়াটি খুবই সহজ। সাইটে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে Registration Form page-এ এবং তারপরে সমস্ত তথ্য দিয়ে দিতে হবে আপনার ক্লাস মেম্বার আইডি-র জন্য। আপনার ওই রেজিস্ট্রেশন ফর্মেই দিতে হবে ইমেল আইডি, সেই ইমেল আইডিতেই আসবে আপনার ক্লাস মেম্বার আইডি। এই সাব কাজগুলি হয়ে গেলে আপনাকে যেতে হবে Submit Claim পেজে। তবেই আপনার গুগলের কাছ থেকে অর্থ পাওয়ার দাবি সম্পূর্ণ হবে।

কত টাকা দাবি করতে পারেন?

একটা বিরাট সংখ্যক গ্রাহককে ২৩ মিলিয়ন মার্কিন ডলারের অংশ দেওয়া হবে। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা এক-একজন ৭.৭০ মার্কিন ডলার করে পাবেন, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৩০ টাকা। তবে, এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে নিষ্পত্তি মামলাটি চূড়ান্ত হতে চলেছে ১২ অক্টোবরের পর। তারপরই আপনার কাছে সেই টাকা পৌঁছে যাবে।