তীব্র তাপপ্রবাহে মৃত ৯৮! বঙ্গ সহ ৮ রাজ্যে সতর্কতা জারি IMD-র

গত তিনদিনে অত্যাধিক গরমের কারণে উত্তর ভারতে অন্তত ৯৮ জনের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশে ৫৪ জন প্রাণ হারিয়েছেন এবং বিহার থেকে ৪৪ জনের মৃত্যুর খবর…

গত তিনদিনে অত্যাধিক গরমের কারণে উত্তর ভারতে অন্তত ৯৮ জনের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশে ৫৪ জন প্রাণ হারিয়েছেন এবং বিহার থেকে ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

তীব্র তাপপ্রবাহ বইছে সর্বত্র। নাজেহাল সকলেই। তবে অবস্থা শোচনীয় বিহার এবং উত্তর প্রদেশের। অত্যন্ত গরম আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন একাধিক।

Uttar Pradesh: জুন ১৫, ১৬ এবং ১৭ তারিখের মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে তীব্র গরমের ফলে। মৃতরা প্রত্যেকেই উত্তর প্রদেশের বালিয়া জেলার এক হাসপাতালে ভর্তি ছিল। গত ৩ দিনে এই জেলা হাসপাতালেই ভর্তি হয়েছেন অন্তত ৪০০ জন। প্রত্যেকেই জর, শ্বাস কষ্ট এবং অন্যান্য শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছে। জানা গিয়েছে যারা ভর্তি হয়েছেন তাদের মধ্যে অধিকাংশের বয়স ৬০ এর উপর। চিফ ম্যাডিক্যাল অফিসার ডঃ জয়ন্ত কুমার জানান যে প্রচণ্ড গরমে ভুগছে এই জেলা এবং এর ফলে অসুস্থ হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন চিকিৎসার জন্য।

উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই একটি ২-জনের টিম গঠন করেছে মাত্র তিন দিনে এত মৃত্যুর কারণ খুঁজে বার করার জন্য। এমনকি হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ডঃ দিবাকর সিং কে বরখাস্থ করা হয়েছে।

Bihar: অত্যন্ত শোচনীয় অবস্থা বিহারেও। উত্তর প্রদেশের পরিস্থিতি থেকে একটুও আলাদা নয়। গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু হয়েছে তীব্র তাপপ্রবাহের কারণে। এই মুহূর্তে বিহারে অন্তত ১৮ টি জায়গাতে তীব্র তাপপ্রবাহ এবং ৪ জায়গায় তাপপ্রবাহ চলছে। ৪৪ জনের মধ্যে ৩৫ জন পটনা থেকে। এই ৩৫ জনের মধ্যে ১৯ জন নালন্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (এনএমসিএইচ) এবং ১৬ জন পিএমসিএইচ এ মারা গিয়েছেন। ৯ জন বিহার রাজ্যের বিভিন্ন জেলার। বিহারের ১১ টি জেলায় শনিবার তাপমাত্রার পারদ ৪৪ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যায়। পটনায় শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৭ ডিগ্রি। শেখপুরাতে সব থেকে বেশি তাপমাত্রা, অর্থাৎ ৪৫.১ ডিগ্রি ছুঁয়ে যায়। এমন পরিস্থিতিতে ২৪ জুন অবধি পটনার সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

আইএমডি (IMD) তার সর্বশেষ বুলেটিনে (Weather Bulletin) জানিয়েছে যে আগামী ৫ দিন তীব্র তাপপ্রবাহের (severe heat waves)পরিস্থিতি জারি থাকবে দেশের বহু জায়গায়। ওড়িশা, ঝাড়খণ্ড, অন্ধ্র প্রদেশের উপকূল অঞ্চল, ইয়ানাম, বিহার, গাঙ্গেও পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা এবং পূর্ব উত্তর প্রদেশে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।