Shakib Al Hasan: ভালো কিছু করতে পলিটিক্স ছাড়া আর অপশন নেই: শাকিব

ক্রিকেট বিশ্বকাপে দেশের ভরাডুবি হওয়ার পর আর দেরি করেননি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার (Shakib Al Hasan) শাকিব আল হাসান। বাংলাদেশের (Bangladesh) ক্রিকেট টিম থেকে অবসর…

Shakib Al Hasan

ক্রিকেট বিশ্বকাপে দেশের ভরাডুবি হওয়ার পর আর দেরি করেননি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার (Shakib Al Hasan) শাকিব আল হাসান। বাংলাদেশের (Bangladesh) ক্রিকেট টিম থেকে অবসর না নিয়েই ভোটে নেমেছেন সরকারে থাকা দলের হয়ে। ভোট প্রার্থী ক্রিকেটারের যুক্তি পলিটিক্সই সবার ভালো করে। তিনি বলেছেন রাজনীতির মাধ্যমেই বড় কাজ করা সম্ভব। বাংলাদেশের নির্বাচন আগামী ৭ জানুয়ারি।

রাজনীতি নিয়ে মানুষের মধ্যে নানা মতানৈক্য থাকতে পারে। অনেকেই ভাবেন রাজনীতি মানেই কাদা ছোঁড়াছুড়ি, দুর্নীতি। কিন্তু রাজনীতির মাধ্যমেই বড় পরিবর্তন আনা সম্ভব বললেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। ক্রিকেটের পাশাপাশি তিনি এ বার বাংলাদেশের জাতীয় রাজনীতির ময়দানে। লড়বেন বাংলাদেশের সরকারে থাকা দল আওয়ামী লীগের হয়ে মাগুরা-২ আসন থেকে।

বিশ্বসেরা অলরাউন্ডার ও মাগুরা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাকিব বলেছেন, রাজনীতি হলো এমন একটা জায়গা যেখানে আপনি অনেক বড় আকারের পরিবর্তন আনতে পারবেন। কেউ যদি আসলে চিন্তা করেন ভালো কিছু করবেন, বড় কোন পরিবর্তন আনবেন, যার মাধ্যমে দেশের জন্য ভালো হবে আমার জায়গার জন্য ভালো হবে তাহলে পলিটিক্স ছাড়া আর কোন অপশন নেই।

তিনি আরও বলেন, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারেন কিন্তু আপনাকে একটা গন্ডির মধ্যে থাকতে হবে। রাজনীতি একমাত্র জায়গা যার মাধ্যমে বড় আকারে পরিবর্তন আনা সম্ভব। ভালো মানুষদের, যুবকদের আরও বেশি পরিমানে এই সেক্টরে যুক্ত হওয়া উচিত। যুবকরা দেশের ভবিষ্যৎ। তাদেরকে নিয়েই বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে। তারা যখন ডিসিশন মেকিং-এ আসতে পারবে তারা স্বাভাবিকভাবে তাদের নতুন নতুন চিন্তা আইডিয়াগুলি সবার সামনে আনতে পারবে। তাতে প্রশাসনিক পর্যায়ে যারা আছেন তাদের অনেক সাহায্য হবে। সব বয়সের মানুষজন থাকলে প্রত্যেক বয়সের সমস্যা বুঝতে সুবিধা হবে। এই সমস্ত সমস্যা সমাধানের মাধ্যমে দেশ ভালো জায়গায় পৌঁছাতে পারবে।

তিনি আরও বলেন, আমি রাজনীতিতে আসায় অনেকেই খুশি। সুতরাং আমার দায়িত্ব এখন অনেকটাই বেশি। যদি সুযোগ পাই আমি চেষ্টা করব, আমার জায়গা থেকে কাজ করার। সবার কথা শুনব, সবার পরামর্শ নেব। সব শুনে সমষ্টিগতভাবে পুরো মাগুরার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করে যাব।