IND vs SA Series Update: ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝে জোড়া দুঃসংবাদ

লোকেশ রাহুলের অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ (IND vs SA Series) খেলছে ভারতীয় দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় পায় ভারত। এই ম্যাচে…

Andile Phehlukwayo, Ottniel Baartman

লোকেশ রাহুলের অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ (IND vs SA Series) খেলছে ভারতীয় দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় পায় ভারত। এই ম্যাচে ভারত ৮ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। মঙ্গলবার সিরিজে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। সিরিজের মাঝখানে দক্ষিণ আফ্রিকার জন্য এখন দুঃসংবাদ এসেছে। দলের দুই খেলোয়াড় ইনজুরির কারণে বাকি ম্যাচ থেকে ছিটকে গেছেন।

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের বাকি ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার আন্দিলে ফেলুকওয়ায়ো ও ফাস্ট বোলার ওটানিয়েল বার্টম্যান। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ফেলুকায়ো ও বার্টম্যান দু’জনেই পরের ম্যাচে খেলতে পারবেন না। ওয়েস্টার্ন প্রভিন্সের ফাস্ট বোলার বুরান হেনড্রিকসকে দক্ষিণ আফ্রিকা দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে হতাশাজনক পারফরমেন্স করেছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। দলের ৬ জন ব্যাটসম্যান ছিলেন যারা ডাবল ডিজিটেও পৌঁছাতে পারেননি। এমন তিনজন ব্যাটসম্যান ছিলেন যাদের রানের খাতা খোলেনি। সিরিজের প্রথম একদিনের ম্যাচে আর্শদীপ সিং (৫ উইকেট) ও আভেশ খানের (৪ উইকেট) সামনে আফ্রিকান ব্যাটসম্যানরা মাত্র ১১৬ রানে গুটিয়ে গিয়েছিল। জবাবে ভারতের সাই সুদর্শন (অপরাজিত ৫৫) ও শ্রেয়াস আইয়ার (৫২ রান) ফিফটি করে দলকে ৮ উইকেটে সহজ জয় এনে দিতে পেরেছিলেন। দ্বিতীয় ম্যাচে অন্য ছবি। ভারতীয় দলকে সহজে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

ভারতের বিপক্ষে বাকি ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড
এইডেন মার্করাম (অধিনায়ক), নান্দ্রে বার্জার, টনি ডি জোর্জি, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, মিহলালি এমপংওয়ানা, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরিনে, লিজাদ উইলিয়ামস, বিউরান হেনড্রিকস।