জল্পনা সত্যি হলে চমক দিতে পারে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। মলডোভার জাতীয় দলের এক ফুটবলারের সঙ্গে ক্লাব কর্তারা কথা চালাচ্ছেন বলে ফুটবল মহলে গুঞ্জন। ৩২ বছর বয়সী এই ফুটবলার স্ট্রাইকার ছাড়াও বিভিন্ন পজিশনে খেলতে পারেন তিনি।
দল গোছানোর মরশুমে গুঞ্জন, লুভানোর হেনরিক নামের এক ফুটবলারের সঙ্গে যোগাযোগ রেখেছেন এটিকে মোহন বাগান কর্তারা। ব্রাজিলে জন্ম হলেও তিনি খেলেছেন মলডোভার জাতীয় দলে। যদিও প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী খুব বেশি ম্যাচ জাতীয় দলের হয়ে খেলেননি।
২০০৯ থেকে সিনিয়র কেরিয়ার শুরু করেছিল লুভানোর হেনরিক। বেশ কিছু ক্লাবে খেলেছেন ইতিমধ্যে। প্রাপ্তির ঝুলিতে রয়েছে একাধিক সম্মান। পরপর তিনবার পেয়েছেন মলডোভান ন্যাশনাল ডিভিশন জেতার খেতাব। একবার হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। মলডোভান সুপার কাপ একবার জিতেছেন, একবার রানার্স হয়েছেন।
ডেভিড উইলিয়ামস এবং রয় কৃষ্ণা দুজনেই ক্লাব ছেড়েছেন। ডেভিড যাচ্ছেন মুম্বই সিটি ফুটবল ক্লাব। কৃষ্ণার ব্যাপারে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে। আক্রমণভাগ মজবুত করতে হলে অন্তত একজন ভালো মানের স্ট্রাইকার বা ফরোয়ার্ডের প্রয়োজন হবে এটিকে মোহন বাগানের।