উরুগুয়েকে ৭ গোলের মালা পরিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

প্রতিপক্ষকে রীতিমতো ধুয়ে-মুছে সাফ করে দিল সেলেকাওরা। সাম্বা ঝড়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারল না সুয়ারেজের দেশ। অনূর্ধ্ব-২০ টরনেইয়ো আন্তর্জাতিক টুর্নামেন্টে উরুগুয়েকে ৭-০ ব্যবধানে উড়িয়ে…

football

প্রতিপক্ষকে রীতিমতো ধুয়ে-মুছে সাফ করে দিল সেলেকাওরা। সাম্বা ঝড়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারল না সুয়ারেজের দেশ। অনূর্ধ্ব-২০ টরনেইয়ো আন্তর্জাতিক টুর্নামেন্টে উরুগুয়েকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে খেতাব জিতল ব্রাজিল। ঘরের মাঠে হওয়া এই টুর্নামেন্টে কোনও প্রতিপক্ষকেই দাঁড়াতে দেয়নি নেইমার, ফিরমিনো, কুটিনহোদের উত্তরসূরিরা। তিন ম্যাচের তিনটিতেই জিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছেন তারা। ব্রাজিলের হয়ে একাই চার গোল করেন মার্কোস লিওনার্দো।আর বাকি গোলগুলি করেন রক, কাইকি এবং জাদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেলেকাওরা। ১২ মিনিটের মাথাতেই এগিয়ে যেতে পারত তারা। কিন্তু সাইওর শট অল্পের জন্য বাইরে চলে যায়। তবে এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন ব্রাজিলের ফুটবলাররা। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তারপর দ্বিতীয়ার্ধে বাকি ৪ গোল করে পেলের দেশ।

   

অন্যদিকে, বেশ ভালো ছন্দেই রয়েছে ব্রাজিলের সিনিয়র ফুটবল টিম। দক্ষিণ কোরিয়াকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিলেও, আরেক এশিয়ান জায়ান্টস জাপানের বিরুদ্ধে কষ্টার্জিত জয় তুলেছে তিতের শিষ্যরা। তবে সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ টিম ম্যানেজমেন্ট।