বদর বদর… বদর বদর…
মধ্যরাত পার করে এমনই শব্দের গুঞ্জন উঠবে ঢেউয়ের তালে তালে। সাগরের ঢেউয়ে দুলতে দুলতে চলবে অগুন্তি নৌকা-ট্রলার। তীর থেকে দেখা যাবে বিন্দু বিন্দু আলো নাচছে সাগরে। রাতভর দূর থেকে দূরে চলে যাবে সেই আলোর সারি-নৌকাগুলো। কদিন পর ফিরবে খোল ভর্তি ইলিশের সম্ভার নিয়ে।
শুক্রবার মাঝরাত থেকে বঙ্গোপসাগরে নামছে হাজার হাজার ট্রলার। বাংলাদেশে শুরু হচ্ছে এই মরশুমি ইলিশ শিকার অভিযান।
সাগর এখন উত্তাল নয়। সিত্রাং হামলার পর আরও সুখবর এসেছে। সেই সঙ্গে শেষ হচ্ছে এবারের মতো বাংলাদেশ সরকারি নিয়মে মা ইলিশ ধরার সময়সীমা।
বিবিসি জানাচ্ছে, অনুকুল পরিবেশ ও সিত্রাং পরবর্তী সময়ে সাগরে এবার ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়বে জালে। মৎস্যজীবীরা আশায় আছেন। ইলিশের নিরাপদ প্রজনন ও মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম মেনে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ শুক্রবার মধ্যরাতে।
বাংলাদেশ মৎস্য অধিদফতর জানাচ্ছে, গত ৬ই অক্টোবর মধ্যরাত থেকে বাংলাদেশের উপকূলীয় বিভাগের ৩৮ টি জেলায় আংশিক বা পূর্ণাঙ্গভাবে এবং সমুদ্রে মাছ ধরার এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল
- মৎস্য গবেষকরা জানিয়েছেন নির্বিচারে সামুদ্রিক মৎস্য শিকার বন্ধ না হলে বঙ্গোপসাগর মৎস্যশূন্য হয়ে যেতে পারে।
- গবেষণা রিপোর্ট ধরে বাংলাদেশ সরকার সামুদ্রিক মাছ রক্ষায় বিশেষ নিয়ম জারি করে।
- ইলিশ প্রজনন সময়ের টানা ২২ দিন সাগরে মাছ ধরা নিষেধ থাকে
বাংলাদেশে আছে ইলিশের ৬টি অভয়ারণ্য। আর মোট ৩৭টি জেলায় ইলিশ সহ সব ধরণের মাছ ধরা, বিক্রি, ও পরিবহণে নিষেধাজ্ঞা ছিল।
বাংলাদেশ মৎস্য অধিদফতর জানাচ্ছে, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এবার ১৫ হাজার ৩৮৮টি অভিযান চালানো হয়েছে। ৮৮৪ লাখ মিটার অবৈধ জাল আটক করা হয়েছে। ১ হাজার ৮৯২টি ভ্রাম্যমান আদালতে হয়েছে বিচার, জরিমানা ও শাস্তি।