শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগে বাংলাদেশ আক্রান্ত সেনা, গুলির বদলে রামদা কোপ

গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট তিনি প্রবল গণবিক্ষোভের মুখে দেশত্যাগ করেছেন। এরপরেই পুরো বাংলাদেশ জুড়ে গুটিয়ে গেছে…

Conspiracy charges against Sheikh Hasina Bangladesh army affected

গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট তিনি প্রবল গণবিক্ষোভের মুখে দেশত্যাগ করেছেন। এরপরেই পুরো বাংলাদেশ জুড়ে গুটিয়ে গেছে সরকার থেকে সরে যাওয়া আওয়ামী লীগ। বহু নেতা সমর্থক মন্ত্রী পলাতক ও নিহত। এই অবস্থায় বাংলাদেশে আওয়ামী লীগের বারবার তাদের শক্তিশালী অবস্থান দেখাচ্ছে দলনেত্রীর সংসদীয় এলাকা গোপালগঞ্জে। শনিবার দলটির বিরাট জমায়েত থেকে হামলা করা হল বাংলাদেশ সেনার গাড়ি।

সেনা-হাসিনা সমর্থকদের সংঘর্ষে বেশ কয়েকজন জখম। ৩টি গাড়িতে ভাঙচুর ও আগুন ধরানো হয়। গুলি চালায় সেনা। তাদের উপর ঝাঁপিয়ে পড়ে কুপিয়ে চার জন অফিসারকে জখম করে হামলাকারীরা। প্রবল উত্তেজনা গোপালগঞ্জে।

   

বিবিসি’র খবর,শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। শেখ হাসিনাকে ‘সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনার’ দাবিতে গোপালগঞ্জে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেন। আওয়ামী লীগের এই জমায়েতের সময় তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। সেনা সদস্যরা অবরোধ তুলে নিতে বললে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাঙচুর শুরু করে।সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

জামাত ইসলামি খুন করবে ‘সরকার প্রধান’ নোবেল জয়ী ড. ইউনূসকে, সতর্কতা তসলিমার

বিক্ষোভের সময় আওয়ামী লীগ নেতা-কর্মীরা হাতে লাঠি, রাম দা ও অন্যান্য ধারালো অস্ত্র নিভে হামনা করে। বিক্ষোভকারীদের হটিয়ে দেবার জন্য সেনাসদস্যরা লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়েছে বলে জানা গেছে। শেখ হাসিনাকে ফিরে আনার দাবিতে এনিয়ে টানা তিনদিন গোপালগঞ্জে বিক্ষোভ হয়েছে।

সরকারি চাকরিতে সংরক্ষণ ইস্যুতে পড়ুয়াদের আন্দোলন দমন করতে চলতি মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গুলি চালিয়েছিল পুলিশ ও আওয়ামী লীগ। পাল্টা শুরু হয় গণবিক্ষোভ। তিনশোর বেশি নিহত হন। বিক্ষোভ সামলাতে পারবে না বলে সেনাবাহিনীর তরফে শেখ হাসিনাকে নিরাপদ স্থানে যেতে বলা হয়। সেনার সাহায্য না পেয়ে তিনি দেশত্যাগ করেন। এরপর থেকে আওয়ামী লীগের অভিযোগ, ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে সরানো হয়েছে। বাংলাদেশে বর্তমানে চলছে নোবেলজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার।