শনিবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) অনন্তনাগ জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে দুই সেনা শহিদ হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। আহলান গাদোল এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে এই এনকাউন্টার চলছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা জঙ্গিদের যোগ্য জবাব দিচ্ছে।
সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুলিশ ও নিরাপত্তা বাহিনী ওই এলাকায় কিছু জঙ্গির উপস্থিতির খবর পেয়েছিল। এরপর গোটা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।
সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে পাঁচ সেনা আহত হন। পরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুই সেনাকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত তিন সেনা হাসপাতালে চিকিৎসাধীন। এনকাউন্টারে দুই স্থানীয় বাসিন্দাও আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্ত্রী নাকি বাবা-মা, ভারতীয় সেনায় পেনশন বিধিতে বড় বদলের ইঙ্গিত
সেনার আধিকারিকরা জানিয়েছেন, জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী দক্ষিণ কাশ্মীর জেলার কোকেরনাগ এলাকার আহলান গাদোলে তল্লাশি অভিযান শুরু করে। জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে নিরাপত্তা বাহিনী গুলি ছুড়ে পাল্টা জবাব দেয়। এরপর সংঘর্ষ শুরু হয়।
কাঠুয়ায় প্রকাশিত চার সন্ত্রাসীর স্কেচ
অন্যদিকে, শনিবার কাঠুয়া জেলার ধোক এলাকায় দেখা চার জঙ্গির স্কেচ প্রকাশ করেছে পুলিশ। পুলিশ ঘোষণা করেছে, জঙ্গিদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। কাঠুয়ায়, 8 জুলাই মাচেডির দুর্গম জঙ্গল এলাকায় সেনাবাহিনীর অনুসন্ধান দলের উপর জঙ্গিরা হামলা চালায়। এতে একজন জুনিয়র কমিশন্ড অফিসার অর্থাৎ জেসিও সহ পাঁচ সেনা নিহত হয়।
মালহার, বানি ও সোজধর জঙ্গলে জঙ্গিদের দেখা গিয়েছে
জম্মু ও কাশ্মীর পুলিশ, সোশাল মিডিয়ায় একটি পোস্টে, ৪ জঙ্গির স্কেচ প্রকাশ করেছে, যাদেরকে শেষবার কাঠুয়ার মালহার, বানি এবং সোজধর জঙ্গলে দেখা গিয়েছিল। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের বিষয়ে তথ্য দিলে ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
অলিম্পিক পদকে ‘ভেজাল’ ব্রোঞ্জ? টুর্নামেন্ট শেষের আগেই ফিকে তামাটে রং
জম্মুতে ভারত-পাকিস্তান সীমান্তে জঙ্গিদের দৌরাত্ম বৃদ্ধির জেরে বিএসএফ পঞ্জাব-জম্মু সীমানায় সৈন্য সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে এবং সিসিটিভি স্থাপন করেছে।