অলিম্পিক পদকে ‘ভেজাল’ ব্রোঞ্জ? টুর্নামেন্ট শেষের আগেই ফিকে তামাটে রং

২০২৪ প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024) টুর্নামেন্টে আরও একটি নয়া বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। অ্যাথলিটদের যে পদক দেওয়া হচ্ছে, টুর্নামেন্ট শেষের আগেই সেই পদকের…

Poor Bronze Medal

২০২৪ প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024) টুর্নামেন্টে আরও একটি নয়া বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। অ্যাথলিটদের যে পদক দেওয়া হচ্ছে, টুর্নামেন্ট শেষের আগেই সেই পদকের রং ফিকে হতে শুরু করেছে। এবারের অলিম্পিক টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন ব্রিটেনের অ্যাথলিট ইয়াসমিন হার্পার। তিনি দাবি করেছেন, ইতিমধ্যে তাঁর পদকের রং চটতে শুরু করেছে। প্রসঙ্গত, মহিলাদের ৩ মিটার সিনক্রোনাইজড স্প্রিংবোর্ড ইভেন্টে পদক জয় করেছিলেন তিনি। আমেরিকার স্কেটবোর্ড দলের একজন সদস্যও এই একই অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন যে ব্রোঞ্জ পদকের রং ইতিমধ্যেই ফিকে হতে শুরু করেছে। এমনকী, পিছন দিক থেকে ভাঙতেও শুরু করেছে।

২০২৪ প্যারিস অলিম্পিক ইতিমধ্যেই একাধিক বিতর্কে জর্জরিত হতে শুরু করেছে। প্রথমে দুই মহিলা বক্সারের লিঙ্গ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এরপর ভিনেশ ফোগাটের শারীরিক ওজন নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। প্যারাগুয়ের মহিলা সাঁতারুকে অলিম্পিক ভিলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। এবার এই তালিকায় আরও একটি নতুন বিতর্ক যুক্ত হয়েছে। চার বছর ধরে একজন অ্যাথলিট যে পরিশ্রম করেন, একটা পদক সেই সাফল্যেরই ফসল। এই পরিস্থিতিতে পদকের মান যদি খারাপ হয়, তাহলে সেটা সত্যিই হতাশাজনক হয়ে যায়। এই বিষয়টি প্যারিস অলিম্পিক আয়োজকদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।

   

 

ইয়াসমিন হার্পার বললেন, ‘এটা সত্যি হতাশাজনক যে প্যারিস অলিম্পিকে জেতা পদকটি মাত্র এক সপ্তাহের জন্যই চকচকে ছিল।’ তবে পাশাপাশি তিনি একথাও জানিয়েছেন যে ব্রোঞ্জ পদকের যেহেতু একটা আলাদা গুরুত্ব রয়েছে, সেকারণে এই পদকের রং ফিকে হয়ে গেলেও খুব একটা অসুবিধা হবে না। অন্যদিকে, আমেরিকার অ্যাথলিট জানিয়েছেন যে তাঁর ব্রোঞ্জ পদকটি উল্টোদিক থেকে একেবারে ভেঙে গিয়েছে। এমনকী, ধীরে ধীরে রংও ফিকে হতে শুরু করেছে।

এবার এই ফিকে হয়ে যাওয়া রংয়ের পদক প্যারিস অলিম্পিক কর্তৃপক্ষ বদলে দেবে কি না, তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। যদি পদকজয়ী অ্যাথলিট ব্যক্তিগতভাবে অনুরোধ করেন, তাহলে সেটা নিয়ে অবশ্যই ভাবনাচিন্তা করা হবে বলে আশা করা হচ্ছে। যদিও এই ব্যাপারটা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হতে শুরু করেছে।