East Bengal: হেক্টর ইউস্তে নিয়ে চিন্তায় লাল-হলুদ, কী বললেন দেবব্রত সরকার?

চলতি মাসের শুরুতে নিজেদের ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সেই অনুযায়ী এবার লাল-হলুদ জার্সিতে খেলবেন স্প্যানিশ তারকা হেক্টর ইউস্তে (Hector Yuste)।…

East Bengal Hector Yuste Debabrata Sarkar

চলতি মাসের শুরুতে নিজেদের ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সেই অনুযায়ী এবার লাল-হলুদ জার্সিতে খেলবেন স্প্যানিশ তারকা হেক্টর ইউস্তে (Hector Yuste)। গতবছর পড়শী ক্লাবের হয়ে দুরন্ত পারফরম্যান্স ছিল এই ডিফেন্ডারের। অত্যন্ত দক্ষতার সঙ্গে রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি গোল ও পেয়েছিলেন এই ফুটবলার। সবদিক মাথায় রেখেই ময়দানের চেনা মুখের উপর ভরসা রেখেছে ইস্টবেঙ্গল।

কিন্তু কবে ভারতে আসবেন তিনি? সেই নিয়ে চিন্তায় লাল-হলুদ কর্তারা। শেষ পাওয়া খবর অনুযায়ী অনেক আগেই ভিসার জন্য আবেদন করেছেন ইউস্তে। কিন্তু এখনও পর্যন্ত মেটেনি সেই সমস্যা। যারফলে তাঁর ভারতে আসা নিয়ে ব্যাপক জটিলতা। সেই নিয়ে‌ মুখ খুললেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার।

   

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘হেক্টর এখনও ভিসা পাননি। তবে এই প্রতিদিন খোঁজ খবর রাখছেন। প্রধান সমস্যা এটাই। বিদেশ থেকে খেলোয়াড় আনার এটাই একটা সমস্যা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ তবে সেখানেই শেষ নয়। নয়া মরসুমের কথা মাথায় রেখে আরো এক দেশীয় ফুটবলারকে নেওয়ার পরিকল্পনা রয়েছে ইমামি ইস্টবেঙ্গলের।

শনিবার সাংবাদিক বৈঠকে সেই কথা ও উল্লেখ করেন ক্লাব শীর্ষ কর্তা। সেক্ষেত্রে গত কয়েক সপ্তাহ ধরে একাধিক ফুটবলারের নাম উঠে আসলেও তা এখনও চূড়ান্ত হয়নি। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টি।