Momtaz Begum: ভারতে গ্রেফতারির নির্দেশ, বাংলাদেশি গায়িকা মমতাজ বেগমের দাবি ‘ষড়যন্ত্র’

আর্থিক প্রতারণার অভিযোগে ভারতে ঢুকলেই গ্রেফতার হবেন বাংলাদেশের অতি জনপ্রিয় সঙ্গীত শিল্পী (Momtaz Begum) মমতাজ বেগম। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এর জেরে বাংলাদেশের…

আর্থিক প্রতারণার অভিযোগে ভারতে ঢুকলেই গ্রেফতার হবেন বাংলাদেশের অতি জনপ্রিয় সঙ্গীত শিল্পী (Momtaz Begum) মমতাজ বেগম। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এর জেরে বাংলাদেশের সংস্কৃতি মহলে তীব্র আলোড়ন। পশ্চিমবঙ্গের সংস্কৃতি মহলও আলোড়িত। মমতাজ বেগম দুই বাংলায় অতি পরিচিত ও জনপ্রিয়। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বহরমপুর আদালত। এ বিষয়ে তিনি লিখেছেন বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীতশিল্পী মমতাজ বেগম বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেত্রী। তিনি মানিকগঞ্জ-২ আসনে সংসদ সদস্য।

বাংলাদেশের পপ সম্রাজ্ঞী মমতাজ বেগমের বিরুদ্ধে টাকা নিয়েও গান গাইতে না যাওয়ার অভিযোগের পাশাপাশি বিশ্বাসভঙ্গ, প্রতারণা সহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা গিয়েছে মুর্শিদাবাদে একটি গানের অনুষ্ঠানে তাঁর গাইবার কথা ছিল।

   

ভারতে গ্রেফতারি পরোয়ানার বিষয় নিয়ে চিন্তিত মমতাজ বেগম। তিনি ফেসবুকে লিখেছেন ‘আমি বিদেশ ছিলাম ১৪ আগস্ট দেশে ফিরেই ১৫ আগস্টের জাতীয় শোক দিবস নিয়ে খুব ব্যস্ত সময় কাটাই বলে এই বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ হয়ে উঠেনি। হ্যাঁ, এই কথা সত্য যে বেশ অনেক বছর আগে ভারতে বহরমপুর কোর্টে আমার বিরুদ্ধে এক ব্যক্তি একটা মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেন, যার মূল উদ্দেশ্যে ছিল আমাকে ভয় দেখিয়ে কিছু টাকা হাতিয়ে নেয়া। আর ঐ ব্যক্তি ছাড়া আমি যেন কারো মাধ্যমে ভারতে কোনো কনসার্ট করতে না পারি।’

তিনি লিখেছেন,‘কোনও ডকুমেন্ট ছাড়া ১৪ লক্ষ টাকা নেয়ার একটি মিথ্যা মামলা উনি সাজিয়েছেন যার কোনও প্রমাণ এই ১৪/১৫ বৎসরে কোর্টে দাখিল করতে পারেনি। এই বৎসর আমি ২ বার কোর্টে হাজির হই কিন্তু দুঃখের বিষয় মামলার বাদী ২ বারই অসুস্থ বলে কোর্টে অনুপস্থিত থাকেন, তার মূল উদ্দেশ্যে হলো আমাকে হয়রানি করা। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দ্রুত এই মামলাটি যাতে শেষ হয় বিজ্ঞ আদালতকে অনুরোধ করি, কিন্তু আদালত শেষ যে তারিখটি দিয়েছিল ঐ সময় আমার আগে থেকেই কানাডা একটা প্রোগ্রাম নেয়া ছিল, বিধায় আমি উপস্থিত থাকতে পারিনি। তবে আমি আদালতকে এই বিষয় অবহিত করি এবং পরবর্তীতে একটা সময় চাইলে বিজ্ঞ আদালত সেটা গ্রহণ করে আমাকে সেপ্টেম্বরের ৮ তারিখ পুনরায় ডেট দেন। আশা করি আমি ৮ তারিখে হাজির হলে বিজ্ঞ আদালত একটা সিদ্ধান্ত নিবেন এবং পরবর্তী কি করণীয় তা জানতে পারবো।’

 মমতাজ বেগম জানান, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আপনারা সবাই আমার উপর আল্লাহর ওয়াস্তে এই আস্থা-বিশ্বাস রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেনো কারো ক্ষতি না করি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।’

মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট চারবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ২০০৮ সালের ডিসেম্বরে তিনি মুর্শিদাবাদের একজন অনুষ্ঠান আয়োজকের সাথে একটি অনুষ্ঠানে গাওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হন। অগ্রিম ১৪ লক্ষ ভারতীয় রুপি গ্রহণ করেন। তবে পরবর্তীতে মমতাজ সে অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মূখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে গড়ায়। মমতাজ বেগমের বিরুদ্ধে সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় গত ৯ আগস্ট।