Bangladesh: ক্রিকেট নিয়ে গালাগালি শেষ, ভারতের আলু না পেয়ে বাংলাদেশিদের মাথায় হাত

ঢাকা:পেঁয়াজের পর ভারত থেকে এবার বাংলাদেশে (Bangladesh) আলু আমদানিও বন্ধ হয়ে গেল। অনুমতিপত্রের (আইপি) মেয়াদ শেষ হয়ে যাওয়ার জন্যই আলু আমদানি বন্ধ করা হয়েছে বলে…

Potato price increase after India Stopped Potato Export To Bangladesh

ঢাকা:পেঁয়াজের পর ভারত থেকে এবার বাংলাদেশে (Bangladesh) আলু আমদানিও বন্ধ হয়ে গেল। অনুমতিপত্রের (আইপি) মেয়াদ শেষ হয়ে যাওয়ার জন্যই আলু আমদানি বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে।ফলে আলুর মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।তবে হিলি, সোনা মসজিদ সহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ১২ মেট্রিকটনের বেশি আলু গিয়েছে বলে খবর।

পানামা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের দেওয়া নির্দেশ অনুযায়ী ১৫ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত ভারত থেকে আলু আমদানি করার অনুমতি ছিল। কিন্তু ১৫ ডিসেম্বর, শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় একদিন আগে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই আলু আমদানি বন্ধ হয়ে যায়। এর ফলে পেঁয়াজের মতো আলুর দামও অতিরিক্ত বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। দাম নিয়ন্ত্রণে রাখতে আরও ১৫ দিন আলু আমদানি চালু রাখার আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা।

যদিও শুক্রবার ঢাকার কারওয়ান বাজারের আলুর পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছে, নতুন-পুরাতন এবং আমদানি করা আলু মিলিয়ে দেশে পর্যাপ্ত পরিমান আলুর যোগান রয়েছে। আমদানি বন্ধের প্রভাব নেই বাজারে। দুই দিন আগে ডায়মন্ড ও কার্ডিনাল আলু কেজি প্রতি ৪৮ টাকা করে বিক্রি হয়েছে। এখন সেই দাম কমে এসেছে কেজি প্রতি ৪২ টাকায়। তারপরেও অসাধু ব্যবসায়ীদের কারসাজির আশঙ্কা তাদের।

তবে ভারত থেকে আলু আমদানি বন্ধের প্রভাব পড়েছে খুচরো বাজারে। কেজি প্রতি ৩ টাকা বেড়ে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু। এক খুচরো ব্যবসায়ীর দাবি, ভারতের আলু দিয়েই বাংলা চলছে। বাংলাদেশের যা আলু উৎপাদন তাতে গোটা দেশ চালানো মুশকিল।

গত অগস্টেও বাংলাদেশের বাজারে আলুর সংকট দেখা দিয়েছিল। ফলে দাম অতিরিক্ত বেড়ে যায়। কেজি প্রতি আলুর দাম ওঠে ৮০ থেকে ৯০ টাকা। তাই দাম নিয়ন্ত্রণে ৩০ অক্টোবর থেকে প্রতিবেশী দেশ থেকে আলু আমদানি করার অনুমতি দেয় হাসিনা সরকার। এরপর ২ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু করেন বন্দরের ব্যবসায়ীরা। এরপর আলুর দাম নেমে আসে ৩৮ থেকে ৪২ টাকায়। আবার আমদানি বন্ধ হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে বাংলাদেশের আমজনতার কপালে।