AFC Champions League: মাচিন্দ্রাকে বড় ব্যবধানে হারাল মোহনবাগান

ডার্বি হারের হতাশা ভুলে ফের জয়ের সরনীতে মোহনবাগান (Mohun Bagan)। তবে এবার আর ডুরান্ড কাপে নয়, সোজা এএফসি কাপে (AFC Champions League)।

Machhindra FC, Mohun Bagan

ডার্বি হারের হতাশা ভুলে ফের জয়ের সরনীতে মোহনবাগান (Mohun Bagan)। তবে এবার আর ডুরান্ড কাপে নয়, সোজা এএফসি কাপে (AFC Champions League)। নির্ধারিত সূচি অনুযায়ী আজ এএফসি কাপের প্রিলিমিনারি ম্যাচে নেপালের মাচিন্দ্রা এফসির (Machhindra FC) মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস।

নির্ধারিত সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল সবুজ-মেরুন ব্রিগেড। দলের হয়ে জোড়া গোল করেন আনোয়ার আলি ও একটি মাত্র গোল করেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স। অন্যদিকে নেপালের এই ফুটবল দলের হয়ে একমাত্র গোল করেন মেসৌকে।আজকের এই জয়ের ফলে এএফসি কাপের মতো টুর্নামেন্ট নিয়ে ফের নতুন করে স্বপ্ন দেখা শুরু করল আপামর বাগান জনতা।

   

বলাবাহুল্য, ভারতে আসার পর থেকেই এএফসি কাপের প্রিলিমিনারি ম্যাচের দিকে বাড়তি নজর ছিল বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোর। সেইমতো খেলোয়াড়দের নিয়ে অনুশীলন ও শুরু করেছিলেন তিনি। বিশেষ করে দলের দুই হাইপ্রোফাইল তারকা তথা জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকুর দিকে বাড়তি নজর দেন তিনি। সেইমতো তাদের পরখ করে নিতে গত ডার্বিতে দুজনকেই খেলিয়ে দেখে নেন ফেরেন্দো। তবে ফিটনেসের সমস্যা থেকে গিয়েছিল তখনো।

তবে পরবর্তীতে ফের অনুশীলন চালিয়ে কার্যত ম্যাচফিট করে তোলেন গোটা দলকে। তারই ফল মিলে যায় একেবারে হাতেনাতেহাতেনাতে। ম্যাচের ঠিক ৩৮ মিনিটের মাথায় বাগান ডিফেন্ডার আনোয়ার আলির করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাগান ব্রিগেড। প্রথমার্ধের শেষে এই একটি গোলের ব্যবধানেই এগিয়ে থাকে মেরিনার্সরা।

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করে মোহনবাগান সুপারজায়ান্টস। একেবারে বারংবার আক্রমণ করে কার্যত দিশেহারা করে দেন মাচিন্দ্রা দলের ডিফেন্ডারদের। ঠিক এভাবেই ম্যাচের ঠিক ৫৯ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোল করেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স। সেইসাথে সবুজ-মেরুন জার্সিতে উঠে আসে তার প্রথম গোল।

তারপর যদিও পাল্টা আক্রমণে গিয়ে ঠিক ৭৮ মিনিটের মাথায় গোল করে দলের ব্যবধান কমান মাচিন্দ্রার তারকা ফরোয়ার্ড মেসৌকে। তবে আর লড়াইয়ে ফিরে আসা সম্ভব হয়নি তাদের। যার কারন হল, ম্যাচের শেষের দিকে বাগান তারকা আনোয়ার আলির দ্বিতীয় গোল। সেজন্য, অতিরিক্ত সময়ের শেষে ৩-১ ব্যবধান ধরে রেখেই জয় সুনিশ্চিত করে মোহনবাগান।