Jadavpur University: রহস্যজনক মৃত্যুর ঠিক আগে স্বপ্নদীপের সঙ্গেই ছিল ধৃতরা

যাদবপুর (Jadavpur University) কাণ্ডে বিস্ফোরক তথ্য উঠে এসেছে৷ সূত্রের খবর, এদিন যে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ তারা সকলেই ঘটনার দিন উপস্তিত ছিলেন হস্টেলে।

Jadavpur University

যাদবপুর (Jadavpur University) কাণ্ডে বিস্ফোরক তথ্য উঠে এসেছে৷ সূত্রের খবর, এদিন যে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ তারা সকলেই ঘটনার দিন উপস্তিত ছিলেন হস্টেলে। প্রাক্তনী যাদের ধরা হয়েছে, চিঠি লেখানোর সিদ্ধান্তে তাদেরও ভূমিকা রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।

চিঠি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সূত্রের খবর, সৌরভ ও সপ্তক চিঠি লিখতে বলেছিলেন। চিঠি লিখেছিলেন দীপশেখর। সৌরভ হোয়াটসঅ্যাপে ওই চিঠি কাউকে পাঠিয়েওছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। কিন্তু, কাকে পাঠিয়েছিল খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, ১০৪ নম্বর ঘরে মৃত ওই পড়ুয়ার সামনেই ওই চিঠি লেখা হয়েছিল। যাদবপুরের প্রথমবর্ষের ওই পড়ুয়ার মানসিক হেনস্থার সঙ্গে যুক্ত ছিল ধৃত সকলেই। ওই ছাত্রের পোশাক খোলার বিষয়েও জোর করা হয়েছিল বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, ইন্ট্রো করানোর জন্য প্রথমে ৬৮ নম্বর রুম থেকে নিয়ে যাওয়া হয় ১০৪ নম্বর রুমে। ১১টা নাগাদ প্রথমে চিঠি লেখানো হয় ১০৪ নম্বর রুমে। তারপর আবার নীচের তলায় নিয়ে আসা হয় সাড়ে এগারোটা নাগাদ। তারপর ইন্ট্রোর নামে চাপ দিয়ে বিবস্ত্র করানো হয় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে রাত ১০টা ৫ মিনিট নাগাদ ডিন অফ স্টুডেন্টকে ফোন করা হয় হস্টেল থেকে। ছাত্রটি অস্বাভাবিক আচরণ করছে বলে জানানো হয়।

১১ টা নাগাদ ওই ছাত্রের বাড়িতে ফোন করে হস্টেলের আবাসিকরা। সেই তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এখনও পর্যন্ত পাওয়া এই সব তথ্যের উপরে ভিত্তি করে তদন্তকারীদের অনুমান সবটাই পরিকল্পিত।