Bangladeshi Man: ভিন ধর্মে বিয়ে বাঁচাতে ভুয়ো বোমাতঙ্ক, গ্রেফতার নজরুল ইসলাম

একটা মিথ্যা ঢাকতে আরেকটা মিথ্যা। এভাবে একের পর এক মিথ্যা। শেষমেশ চরম পরিণতি। দিল্লি পুলিশের জালে বাংলাদেশি যুবক (Bangladeshi Man)। কলকাতার হোটেল থেকে গ্রেফতার নজরুল…

Bangladeshi Man Arrested for Delhi Airport Bomb Threat Reveals Deception to Wife

একটা মিথ্যা ঢাকতে আরেকটা মিথ্যা। এভাবে একের পর এক মিথ্যা। শেষমেশ চরম পরিণতি। দিল্লি পুলিশের জালে বাংলাদেশি যুবক (Bangladeshi Man)। কলকাতার হোটেল থেকে গ্রেফতার নজরুল ইসলাম।

বিমানে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে নজরুল ইসলামের বিরুদ্ধে। বোমাতঙ্কের তদন্তে কলকাতায় আসে দিল্লি পুলিশের বিশেষ দল। মধ্য কলকাতার এক হোটেল থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশি যুবক নজরুলকে। পুলিশের দাবি, তারপরেই প্রকাশ্যে আসে তার নানা কীর্তি।

ঘটনার সূত্রপাত, বছর পাঁচেক আগে। তখনও করোনার উপদ্রব শুরু হয়নি। বাংলাদেশ থেকে ভারতে আসেন নজরুল ইসলাম। লেখাপড়া করতে। ভরতি হন পঞ্চাবের এক প্রতিষ্ঠানে। এক তরুণীর সঙ্গে আলাপ হয়। তারপর প্রেম। কিন্তু মেয়েটি মুসলিম নয়। পুলিশের দাবি, এই সমস্যা মেটাতে শুরু হয় নজরুলের মিথ্য়ার খেলা।

পুলিশ সূত্রে খবর, প্রেমিকাকে নজরুল জানায় যে সে আমেরিকায় গবেষণার সুযোগ পেয়েছে। এই মিথ্যাকে সামনে রেখে তরুণীকে নজরুল বোঝায় যে দু’জনে আমেরিকায় চলে গেলে তাঁর খ্রিষ্টান ও নজরুলের মুসলিম পরিচয় নিয়ে সমস্যা হবে না। এই গল্পে ভুলিয়ে তরুণীকে বিয়ে করে নজরুল। বিয়ের আগে বাংলাদেশ থেকে প্রচুর টাকা নয়ছয় করে ভারতে আসে। তারপর বিয়ে। বিয়ের পর কলকাতার হোটেলে থাকতে শুরু করে নজরুল।

ওদিকে দিল্লি থেকে সদ্য বিবাহিতা স্ত্রী বার বার জানতে চান কবে তাঁরা আমেরিকা যাবেন। এরপর শুরু আবার মিথ্য়ার খেলা। নজরুল দাবি করে, কৃষক আন্দোলনের জন্য় বিমান পেতে দেরি হচ্ছে। এই তত্ত্বেই চলে টালবাহানা। কথায় কথায় তরুণী জানতে পারেন যে তাঁর স্বামী ভারতেই আছে। কলকাতায়। বিস্তারিত খোঁজ নিতে কলকাতায় তাঁর ভাইকে পাঠান।

শ্যালকের আসার খবর পেয়ে নতুন ছক কষেন নজরুল। উড়ান সংখ্যা জেনে মেল করেন দিল্লি বিমানবন্দরে। জানান, উড়ানে বোমা রাখা আছে। বিমানবন্দরে আতঙ্ক ছড়ায়। ভুয়ো বোমাতঙ্ক বুঝতে পেরে তদন্ত শুরু করে পুলিশ। মেল এবং ওয়াইফাইয়ের সূত্র ধরে কলকাতার যোগ মেলে। লালবাজারের সাহায্য়ে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়।