Weather: নিকষ কালো আকাশ, মঙ্গলে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

দফায় দফায় বদল ঘটছে বাংলার আবহাওয়ার (Weather)। এই কখনও রোদ তো এই কখনও মেঘলা আবহাওয়া। ঠিক আজ যেমনটা হয়ে রয়েছে। সকাল থেকেই কালো মেঘে ঢেকে…

দফায় দফায় বদল ঘটছে বাংলার আবহাওয়ার (Weather)। এই কখনও রোদ তো এই কখনও মেঘলা আবহাওয়া। ঠিক আজ যেমনটা হয়ে রয়েছে। সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। সেইসঙ্গে দোসর হয়েছে গুমোট গরম। আজ বাড়ি থেকে বেরোতে গিয়ে সকলেরই এক কথায় কালঘাম ছুটে যাচ্ছে। আবহাওয়ার মতিগতি দেখে মনে হচ্ছে যে কোনও মুহূর্তে বৃষ্টি (Rainfall) নামবে।

তবে অন্য কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত দুদিন বাংলায় কোনওরকম বর্ষণের সম্ভাবনা নেই। আজ মঙ্গলবার এবং বুধবার বাংলায় কোনওরকম বৃষ্টি হবে না। যদিও বৃহস্পতিবার থেকে নতুন করে বাংলায় দুর্যোগ শুরু হবে। আপাতত কয়েকদিনের মধ্যে রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। যদিও আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রির আশপাশে।

   

হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া।