Hanskhali Rape: বিজেপির ফাইন্ডিং কমিটি কমিটি নিয়ে প্রশ্ন তুললেন নব্য তৃণমুলি জয়প্রকাশ

হাঁসখালি ধর্ষণকাণ্ডের (Hanskhali Rape) ফ্যাক্ট ফাইন্ডিং (fact finding committee) রিপোর্ট বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে পাঠিয়ে দিয়েছে কমিটি। রিপোর্টে নির্যাতিতাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়…

Hanskhali Rape fact finding committee

হাঁসখালি ধর্ষণকাণ্ডের (Hanskhali Rape) ফ্যাক্ট ফাইন্ডিং (fact finding committee) রিপোর্ট বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে পাঠিয়ে দিয়েছে কমিটি। রিপোর্টে নির্যাতিতাকে জীবন্ত পুড়িয়ে মারা হয় এমনও সন্দেহ তুলে ধরা হয়। এর প্রেক্ষিতে মুখ খুলেন নব্য তৃণমূলী জয়প্রকাশ মজুমদার (Joy Prakash Majumdar)। তিনি বলেছেন, নেহাতই বাজার গরম করার চেষ্টা করছে বিজেপি।

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসার পর থেকে পুরনো দলের উপর হামলা করে চলেছেন জয়প্রকাশ মজুমদার। টিএমসির অন্দরমহলে চর্চা, জয়প্রকাশকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই নির্দেশ দিয়েছেন। তাছাড়া টিএমসি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বিভিন্ন ইস্যুতে বিজেপিকে তুলোধনা করতে হবে।

নদিয়ার হাঁসখালিতে বন্ধুর জন্মদিন এক নাবালিকাকে ধর্ষণ ও তার দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তৃণমূল কংগ্রেস তীব্র অস্বস্তিতে। মূল অভিযুক্ত স্থানীয় টিএমসি নেতার পুত্র। সিবিআই তদন্ত চলছে।

হাঁসখালিতে বিজেপি পাঠায় তাদের ফ্যাক্ট ফাইন্ডিং দল। বুধবার কমিটি রিপোর্ট জমা দিয়েছে। তারা সন্দেহ করেছে জ্যান্ত অবস্থাতেই নির্যাতিতাকে জ্বালিয়ে দেওয়া হয়নি তো? বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তাদের রিপোর্টে জানায়, রাজ্যে ৩৫৫, ৩৫৬ ধারা জারি করা প্রয়োজন। মানুষ তাই চাইছে।

এর প্রতিক্রিয়ায় টিএমসি নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, মানুষ কী চাইছে তা ২০২১ সালের নির্বাচনে পরিষ্কার জানিয়ে দিয়েছে। বিজেপিকে কটাক্ষ করে তিনি জানিয়েছেন, বিরাট বড় অশনি সংকেত দিচ্ছে এই বিজেপি। সর্বভারতীয় ক্ষেত্রে দেশের সাংবিধানিক ব্যবস্থার ওপর নির্ভরশীল না হয়ে গেরুয়া শিবির নিজেদের একটা আলাদা তদন্ত ব্যবস্থা শুরু করছে।

জয়প্রকাশ আরও জানিয়েছেন, এইসব ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির অধিকার কোথায়? সাংবিধানিক জায়গাটা তাদের ঠিক কোথায়? তা জানায়নি বিজেপি। নিজেদের একটা আলাদা আইন তৈরি করতে চাইছে বিজেপি। এরপরে হয়তো কোনদিন গোটা দেশ দেখবে ভারতের সংবিধানকে সরিয়ে দিয়ে অমিত শাহ, নরেন্দ্র মোদীর মতো কেন্দ্রীয় সরকারেরা নিজেদের আইন তৈরি করে তা বলবৎ করেছে। তিনি জানিয়েছেন, কারা এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি! যারা ভুল তথ্য দিয়ে বাজার গরম করছে।