Vande Bharat trains: ১০টি নতুন বন্দে ভারত ট্রেনের সূচনায় প্রধানমন্ত্রী, বাংলার ভাগ্যে ১টি

লোকসভা ভোটের প্রাক্কালে ফের একবার বড় চমক দিতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আর এই চমক থাকবে বাংলার জন্যেও। জানা গিয়েছে, আজ…

লোকসভা ভোটের প্রাক্কালে ফের একবার বড় চমক দিতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আর এই চমক থাকবে বাংলার জন্যেও। জানা গিয়েছে, আজ মঙ্গলবার ১০টি নতুন বন্দে ভারত ট্রেনের (Vande Bharat trains) সূচনা করবেন। ইতিমধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশনে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে।

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে বাংলার কোন রুটে চলবে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন? জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি ও পাটনার মধ্যে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী।

   

আমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল, সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম, মাইসুরু-ডঃ এমজিআর সেন্ট্রাল (চেন্নাই), পাটনা-লখনউ, নিউ জলপাইগুড়ি-পাটনা, পুরী-বিশাখাপত্তনম, লখনউ-দেরাদুন, কালাবুর্গি-স্যার এম বিশ্বেশ্বরায়া টার্মিনাল বেঙ্গালুরু, রাঁচি-বারাণসী, খাজুরাহো-দিল্লি (নিজামুদ্দিন)-এর মধ্যে ট্রেনগুলির যাত্রা সূচনা করবেন তিনি।