Bankura: বাঁকুড়ায় গন্ধেশ্বরীর স্রোতে ভেসে গেল ট্রাকটর

নিম্নচাপের জেরে টানা বৃষ্টির ফলে বাঁকুড়ার (Bankura) গন্ধেশ্বরী নদী বিপজ্জনক। এঅ জল মানকানালি সেতুর উপর দিয়ে বয়ে চলেছে। এর ফলে ৩০ থেকে ৩৫টি গ্রামের মানুষকে…

নিম্নচাপের জেরে টানা বৃষ্টির ফলে বাঁকুড়ার (Bankura) গন্ধেশ্বরী নদী বিপজ্জনক। এঅ জল মানকানালি সেতুর উপর দিয়ে বয়ে চলেছে। এর ফলে ৩০ থেকে ৩৫টি গ্রামের মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে।

গন্ধেশ্বরীর জলে ডুবে থাকা সেতু পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর। এই দৃশ্য দেখে ভয়ার্ত স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম লাগোয়া এলাকায়। চালক সহ ছয় যাত্রীর প্রাণে রক্ষা। অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা। জলে ডুবে থাকা ব্রিজের ওপর দিয়ে জীবনের ঝুকি নিয়ে পেরোচ্ছিল ট্রাক্টর। কিছুটা যাওয়ার পরই জলের তোড়ে ভেসে যায় ট্রাক্টরটি।

প্রসঙ্গত, গন্ধেশ্বরীতে ডুবে থাকা সেতু পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ট্রাক্টর। প্রাণে রক্ষা চালক সহ ৬ যাত্রীর। বারবার প্রশাসনকে জানানো হলেও সুরাহা মেলেনি। অল্প বৃষ্টিতেই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে পেরোয় সেই ব্রিজ। একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর থেকে আরও বড়ো বিপদ ঘটতে পারত।

স্থানীয় বাসিন্দারা বলছেন একাধিকবার পঞ্চায়েত সমিতিতে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। বারবার জীবনের ঝুকি নিয়ে ব্রিজ পেরোচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে যানবাহন। এখনও এ বিষয়ে কেন ভাবনা চিন্তা নেওয়া হয়নি। প্রশাসনের বিরুদ্ধে উঠছে প্রশ্ন‌। বাসিন্দাদের অভিযোগ, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। ট্রাক্টরে যারা ছিলেন তারা সুস্থ আছেন সবাই। প্রশাসন তৎপরতার সাথে যাতে হাই ব্রিজ নির্মাণ করে তাহলে ভালো হয়।