দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা? বিরাট আপডেট দিল হাওয়া অফিস

বেশ কয়েক সপ্তাহ আগেই (WB Weather Update) উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। আপাতত সেখানে দাপুটে ইনিংস খেলছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। অন্যদিকে বর্ষার অপেক্ষায় আপাতত চাতক পাখির…

wb-weather-update-rain-thunderstorm-and-lightning-predicted-in-several-districts-including-kolkata-heatwave-alert-continues

বেশ কয়েক সপ্তাহ আগেই (WB Weather Update) উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। আপাতত সেখানে দাপুটে ইনিংস খেলছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। অন্যদিকে বর্ষার অপেক্ষায় আপাতত চাতক পাখির মত চেয়ে আছে দক্ষিণবঙ্গ। ঠিক কবে দক্ষিণে ঢুকবে বর্ষা? রবিবার দুপুরে এনিয়ে বিরাট আপডেট দিল আলিপুর আবহাওয়া বিভাগ। 

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে একটু দেরি হবে। ১৩ তারিখের আগে সে সম্ভাবনা নেই বললেই চলে। এখনও তা ঢোকার উপযুক্ত পরিস্থিতিই তৈরি হয়নি। এর ফলে রাজ্যে গরম আরও বাড়বে। দিনভর ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকবে। মাঝেমধ্যে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তবে অস্বস্তিজনক আবহাওয়া থেকে এখনই মুক্তি মিলবে না।

   

‘আমরা বসে থাকার জন্য যাচ্ছি না’, মমতার দিল্লি কাঁপানোর হুঙ্কার

৯, ১০, ১১ জুন দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হবে। বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

ওই তিন দিন উত্তরের ওপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি) ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। দুই দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে।

অভিষেককে নয়! দলের অন্য ৬ সাংসদকে বিরাট দায়িত্ব দিলেন মমতা

১২ জুন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টিপাত হবে। জেলাগুলি হল – বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হবে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। বজ্র-বিদ্যুতেরও দাপট থাকবে।

ওই দিন উত্তরের ওপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি) ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে।

১৩ জুন দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের ওপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি) ভারী থেকে অতিভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। ১৪ এবং ১৫ জুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

কে হবেন বিজেপির নতুন রাজ্য সভাপতি? একাধিক নাম নিয়ে জল্পনা

১৪ এবং ১৫ জুন উত্তরের ওপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি) ভারী থেকে অতিভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে।