অভিষেককে নয়! দলের অন্য ৬ সাংসদকে বিরাট দায়িত্ব দিলেন মমতা

লোকসভা ভোট মিটতেই দলের ৬ সাংসদকে বিরাট দায়িত্ব দিলেন (Mamata Banerjee) তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূলের সমস্ত প্রার্থীকে নিয়ে কালীঘাটে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।…

kuwait-fire-chief-minister-mamata-banerjees-big-instructions-on-the-deadly-fire-in-kuwait

লোকসভা ভোট মিটতেই দলের ৬ সাংসদকে বিরাট দায়িত্ব দিলেন (Mamata Banerjee) তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূলের সমস্ত প্রার্থীকে নিয়ে কালীঘাটে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, একাধিক শীর্ষ নেতা, জেলা পরিষদের সভাধিপতি এবং রাজ্যসভার সদস্যরা।

বৈঠক শেষেই দলের ৬ সাংসদকে বড় দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাৎপর্যপূর্ণ ভাবে তৃণমূল প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি লিড নিয়ে জেতা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে কোনও বড় দায়িত্ব দেননি মমতা। সূত্রের খবর, অভিষেককে সাংগঠনিক কাজেই ব্যবহার করতে চান মমতা। 

   

কোন নেতাকে কী দায়িত্ব দেওয়া হল

লোকসভায় দায়িত্ব

সুদীপ বন্দ্যোপাধ্যায় – লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা

কল্যাণ বন্দ্যোপাধ্যায় – লোকসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক

‘আমরা বসে থাকার জন্য যাচ্ছি না’, মমতার দিল্লি কাঁপানোর হুঙ্কার

কাকলি ঘোষ দস্তিদার – লোকসভা তৃণমূল কংগ্রেসের উপ-দলনেতা

রাজ্যসভায় দায়িত্ব

ডেরেক ও’ব্রায়েন – রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা

নাদিমুল হক – রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক

সাগরিকা ঘোষ – রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের উপ-দলনেতা

এদিনে সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে ভোটলুটের অভিযোগও তোলেন মমতা। তিনি বলেন, ৩-৪টে আসনে হারানো হয়েছে আমাদের। পূর্ব মেদিনীপুরে ভোট লুট হয়েছে। জেলাশাসক-আইসি বদল করে ভোট লুট করা হয়েছে। অবজারভারদের একাংশকে কাজে লাগিয়ে ভোট গণনাতেও কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মমতার খাসতালুক ভবানীপুরে হাজার হাজার ভোটে পিছিয়ে তৃণমূল! চাঞ্চল্যকর তথ্য দিলেন শুভেন্দু

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হয়েছে। ৪ জুন ভোটের ফল প্রকাশিত হয়েছে। বাংলার ৪২টি আসনের মধ্যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ২৯টি আসন। বিজেপি ১২টি আসন দখল করেছে। কংগ্রেস মাত্র একটি আসনে জয় পেয়েছে। উনিশের লোকসভা নির্বাচনের মতো এবারও বাংলায় খাতা খুলতে পারেনি বামেরা।

মোদীর শপথে মুইজ্জু! সম্পর্কের টানাপোড়েন মধ্যেই মলদ্বীপের প্রেসিডেন্টকে তাক লাগানো অভ্যর্থনার পরিকল্পনা দিল্লির